DA নয়, প্রায় ৩০ বছর পরে ১৫০% বাড়ল এই ভাতা! সরকারি কর্মীদের জন্য বিরাট খবর
সুপ্রিম কোর্ট শেষপর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদেরও পাশে দাঁড়িয়েছে। দ্রুত বকেয়া ২৫% মহার্ঘ ভাতা দিতে নির্দেশ দিয়েছে। এই সুখবরের মধ্যেই সরকারি কর্মীরা পাচ্ছেন আরেকটা ভালো খবর। প্রায় ৩০ বছর পরে ১৫০% বাড়ানো হচ্ছে বিশেষ ভাতা।

সুপ্রিম কোর্টের নির্দেশ ২৫% ডিএ দিতে গিয়ে রীতিমত বেকায়দায় রাজ্য সরকার। একাধিক কঠিন চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সামনে।
সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫% দিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গে সরকারকে।
রাজ্যের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের ২৫% ডিএ দিতে রাজ্য সরকারের খবর হবে প্রায় ১০ হাজার কোটি টাকা বা তারও বেশি টাকা।
ফলে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে চলেছে।
এদিকে এই রাজ্য সরকার আরেকটি সুখবর দিচ্ছে সরকারি কর্মীদের!
এই সুখবরের মধ্যেই সরকারি কর্মীরা পাচ্ছেন আরেকটা ভালো খবর। প্রায় ৩০ বছর পরে ১৫০% বাড়ানো হচ্ছে বিশেষ ভাতা।
যদিও DA-এর টাকা বৃদ্ধি নয়, তবে প্রায় ৩০ বছর পরে ১৫০% বাড়ল এই ভাতা!
জুন মাস থেকেই কি তাহলে অতিরিক্ত টাকা ঢুকবে এই রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে!
সূত্রের খবর, এবার সরকারি আধিকারিকদের চা, বিস্কুট বা অন্যান্য হালকা খাবার খাওয়ার জন্য ১৫০ শতাংশ পর্যন্ত অর্থ বাড়ানো হবে।
আর এই ঘোষণা ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে বলেই সূত্র মারফত খবর। আসলে এর পেছনে রয়েছে বহুদিনের পুরনো দাবি। জানা গেল, ১৯৯৮ সাল থেকে এই খাতে বরাদ্দ একবারও বাড়েনি।
এখনও পর্যন্ত বেশ কিছু সূত্র মারফত খবর, সচিব ও দপ্তর প্রধানদের বার্ষিক স্ন্যাক্স অ্যালাউন্স ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপ সচিব, আঞ্চলিক প্রধান, অতিরিক্ত কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট ইত্যাদি পদের জন্য ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২,৫০০ টাকা করা হয়েছে। পাশাপাশি জেলা স্তরের অন্যান্য দপ্তর প্রধান, যারা জেলা ম্যাজিস্ট্রেটের কোন পদ নেই, তাদের ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭,৫০০ টাকা করা হয়েছে।
গুজরাট সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি একটি নির্দেশিকা জারি হয়েছে। আর সেখানেই এই খরচের অনুমোদন দেওয়া হয়। জানা যাচ্ছে, অফিসে অতিথি, আমন্ত্রিত ব্যক্তি বা দর্শনার্থীদের আপ্যায়নের যে খরচ হবে, তা এবার সংশ্লিষ্ট অফিসারদের পদ অনুযায়ী বরাদ্দ করা হবে।

