বাড়ল ভাতা, প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে ২১০০ টাকা, মহিলাদের জন্য দারুণ সুযোগ
পশ্চিমবঙ্গে মমতা সরকারের ভাতা প্রকল্পগুলি রাজ্যবাসীর জন্য সহায়ক। অন্যদিকে, মহারাষ্ট্রে মহিলাদের জন্য মাঝি লড়কী বহেন যোজনার অধীনে ভাতা বাড়ানো হয়েছে, যা সেখানকার মহিলাদের আর্থিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মমতা সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে চালু করেছেন বিভিন্ন ভাতা। যার দ্বারা প্রতি মাসে টাকা পেয়ে থাকেন রাজ্যবাসী।
এরাজ্যে পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের জন্য চালু আছে ভাতা। তালিকায় আছে কন্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতার মতো বিভিন্ন প্রকল্প।
তেমনই চালু আছে লক্ষ্মীর ভাণ্ডার। যা রাজ্যের মহিলাদের জন্য। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই ভাতা পান।
মাসে সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন।
তেমনই পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য রাজ্যে এমন মহিলাদের জন্য ভাতা চালু আছে। মহারাষ্ট্র সরকারও চালু করেছেন মহিলাদের জন্য ভাতা।
সমাজের বিভিন্ন স্তরের মেয়েদের জন্য মোদী সরকার চালু করেছেন মাঝি লড়কী বহেন যোজনা। যে যোজনায় মাতে ১৫০০ টাকা করে পেয়ে থাকেন মহিলারা।
এবার বাড়বে মাঝি লড়কী বহেন যোজনার টাকা। এতদিন ১৫০০ টাকা করে ঢুকতো অ্যাকাউন্টে। এবার ঢুকবে ২১০০ টাকা।
এক ধাক্কায় ৬০০ টাকা করে বাড়ছে মাঝি লড়কী বহেন যোজনা। এর দ্বারা উপকৃত হবেন মহারাষ্ট্রের কোটি কোটি মহিলারা।
মহারাষ্ট্রে প্রায় ২.৫ কোটি মহিলা এই প্রকল্পে আওতায় সুবিধা পেতে থাকেন।
যাদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম সেই সকল পরিবারের মহিলারে পেয়ে থাকেন মাঝি লড়কী বহেন যোজনার সুবিধা।

