- Home
- India News
- DA Hike: দুর্গাপুজোর আগেই এক ধাক্কায় বাড়বে মাইনে! সরকারি কর্মচারিদের জন্য দুর্দান্ত ঘোষণা
DA Hike: দুর্গাপুজোর আগেই এক ধাক্কায় বাড়বে মাইনে! সরকারি কর্মচারিদের জন্য দুর্দান্ত ঘোষণা
বছরের শুরু থেকেই একাধিক খুশির খবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বেড়েছে ডিএ সহ একাধিক ভাতা। এবার ফের খুশির খবর পেলেন সরকারি কর্মীরা। অক্টোবরে পুজো। তার আগে, সেপ্টেম্বরেই আসতে পারে সুখবর। বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র।
| Published : Aug 29 2024, 02:38 PM IST
- FB
- TW
- Linkdin
সেপ্টেম্বর মাসেই বাড়তে চলেছে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স। পাশাপাশি পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর-ও বাড়তে চলেছে।
সূত্রের খবর, সেপ্টেম্বরেই ডিএ-ডিআর বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার। জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসেই কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে।
এবার সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। যদি এবার ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়, তবে কেন্দ্রের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হবে।
যেহেতু করোনাকাল থেকে ডিএ-ডিআর বাকি ছিল, তাই সরকার একসঙ্গে ১৮ মাসের এরিয়ার দেবে।
প্রসঙ্গত, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের ভিত্তিতে ডিএ বৃদ্ধি নির্ণয় করা হয়। গত ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জুন মাসের মধ্যে সিপিআই-আইডব্লু ২.৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এর ফলেই ডিএ ৫০.২৮ শতাংশ থেকে বেড়ে ৫৩.৩৬ শতাংশে পৌঁছতে পারে।
এর আগে শেষবার ২০২৩ সালের ১৮ অক্টোবর ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। সেটি জুলাই মাসের ডিএ ছিল।
বর্তমানে ৫০% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সেপ্টেম্বর মাসে ফের একবার বাড়বে সেই মহার্ঘ ভাতা।
এরই মাঝে সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য একেবারে নয়া পেনশন (Pension) স্কিমের ঘোষণা করেছে কেন্দ্র। যার মাধ্যমে মিলতে পারে বিশেষ সুবিধা।
কেন্দ্রের নয়া পেনশন প্রকল্পের মাধ্যমে সব মিলিয়ে ১৯ শতাংশ আয় পেতে পারেন সরকারি কর্মীরা। জানেন কীভাবে?
২৩ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন (Pension) স্কিমের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। যে সকল সরকারি কর্মচারী এপ্রিল ২০০৪ সালের পর থেকে চাকরি শুরু করেছিলেন তারা এই নতুন পেনশন ব্যবস্থার সুবিধা পেতে পারেন।