Viral Video: নতুন বউকে কোলে নিতে গিয়ে পা পিছলে ধড়াম, দেখুন ভিডিও
ভিডিওতে দেখা যাচ্ছে বর কনেকে কোলে তুলে মঞ্চ থেকে নেমে আসার চেষ্টা করছেন। বিয়ের মঞ্চ থেকে নামার সময় সিঁড়িতে ভারসাম্য হারিয়ে কনে-সহ ধপাস।
বিয়েতে কত কি না মজার সব ঘটনা ঘটে। এমনই একটি মজার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। ভিডিওতে দেখা যাচ্ছে বর কনেকে কোলে তুলে মঞ্চ থেকে নেমে আসার চেষ্টা করছেন। মেয়েটি খুব ভারী লেহেঙ্গা পরেছে, যার কারণে ছেলেটি তার নতুন বউয়ের ওজন টানতে পারছেন না। বিয়ের মঞ্চ থেকে নামার সময় সিঁড়িতে ভারসাম্য হারিয়ে কনে-সহ ধপাস। তবে দেখার বিষয় হল, পড়ে গেলেও তিনি কনেকে হাত ছাড়া করেননি। পড়ে যাওয়ার পর লজ্জা ঢাকতে বর বাবাজি এমন এক কাজ করে বসে যা দেখে সকলে তো অবাক। ধপাস হওয়ার পরেই সে কনেকে চকাস করে একটা চুমু খায়। ব্যাস! তাতেই বাজিমাত।