Gujarat ATS : আহমেদাবাদে জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস, বড় সাফল্য গুজরাট এটিএসের

Gujarat ATS : গুজরাট এটিএস একটি বড় সন্ত্রাসী ষড়যন্ত্র নস্যাৎ করেছে। আহমেদাবাদ থেকে চারজন আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS) জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা গুজরাটে বড়সড় নাশকতার ছক কষছিল বলে সন্দেহ।

Share this Video

Gujarat ATS : গুজরাট এটিএস একটি বড় সন্ত্রাসী ষড়যন্ত্র নস্যাৎ করেছে। আহমেদাবাদ থেকে চারজন আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS) জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা গুজরাটে বড়সড় নাশকতার ছক কষছিল বলে সন্দেহ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা নেটওয়ার্ক ও সম্ভাব্য লক্ষ্যবস্তুর খোঁজে তদন্ত চলছে। ঘটনার পর নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে।

Related Video