- Home
- World News
- International News
- মস্কোর সঙ্গে ফের বাড়ছে দূরত্ব? হাঙ্গেরিতে ট্রাম্প-পুতিন বৈঠকে অনিশ্চয়তা
মস্কোর সঙ্গে ফের বাড়ছে দূরত্ব? হাঙ্গেরিতে ট্রাম্প-পুতিন বৈঠকে অনিশ্চয়তা
Trump Putin Meeting: আলাস্কার পর হাঙ্গেরি। তবে এখনই হচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাত। এই বিষয়ে কী জানালো হোয়াইট হাউস? পড়ুন বিশদে…

পুতিন-ট্রাম্প সাক্ষাতে অনিশ্চয়তা
রুশ-ইউক্রেন যুদ্ধ বিরতি নিয়ে ফের বৈঠকে বসার কথা ছিলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আলাস্কার পর এবারের বৈঠক হওয়ার কথা ছিলো হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। কিন্তু এই বৈঠক এবং দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ আপাতত হচ্ছে না বলে মঙ্গলবার হোয়াইট হাউসের তরফে জানিয়ে দেওয়া হয়। ফলে আরও একবার রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে তৈরি হল অনিশ্চয়তা।
কোথায় হওয়ার কথা ছিল বৈঠক?
রাশিয়া যাতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামায় তা নিয়ে চলতি বছরের জুলাই মাসে আলাস্কায় বৈঠক সেরেছেন দুই রাষ্ট্রপ্রধান। বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছিলেন যে, পুতিনের সঙ্গে তার অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের সঙ্গে সমঝোতায় আসার চিন্তাভাবনা করছে। তবে আরও একবার তাদের বৈঠকে বসার দরকার বলেও একথা জানিয়েছিলেন ট্রাম্প। সেই মতো ফের হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে তাদের বৈঠক করার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত সেই বৈঠকও ভেস্তে গেল। যারফলে আরও একবার রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
কী কারণে বৈঠক স্থগিত?
এই বিষয়ে আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, মঙ্গলবার মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো এবং রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনে কথা হয় দুজনের। সেখানেই আপাতত ট্রাম্প-পুতিন বৈঠক হচ্ছে না বলে জানান তারা। তবে ঠিক কী কারণে এই বৈঠক পিছিয়ে গেল সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট জবাব পাওয়া যায়নি দুই দেশের তরফেই।
ট্রাম্পের দাবি ঘিরে জল্পনা
যদিও আগেই গত সপ্তাহের বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে তার অনেক আলাপ আলোচনা হয়েছে। পরিস্থিতির উন্নতি হয়েছে। পুতিন যে যুদ্ধ থামানোর ব্যাপারে চিন্তাভাবনা করছে সেই বিষয়েও আশা প্রকাশ করেন ট্রাম্প। খুব দ্রুতই রুশ-ইউক্রেন সমস্যা মিটবে বলে দাবিও করেন ট্রাম্প। তবে মঙ্গলবারের বিবৃতি আপাতত সেই বৈঠক স্থগিতই হয়ে রইল।
কবে হবে ট্রাম্প-পুতিনের সঙ্গে বৈঠক?
এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন যে, দুই রাষ্ট্রনেতার বৈঠক নিয়ে তাড়াহুড়ো করার কোনও কারণ নেই। তবে এই বৈঠক পিছিয়ে যাওয়ার পিছনে ইউক্রেনকে সম্প্রতি ট্রাম্প টোমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আর তা ঘিরেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক। তৈরি হয়েছে বৈঠক নিয়েও অনিশিচয়তা।

