- Home
- India News
- বর্ষবরণের আনন্দ করার মাঝেই জেনে নিন বিভিন্ন পরিষেবায় কী বদল আসছে, না হলে সমস্যায় পড়তে হবে
বর্ষবরণের আনন্দ করার মাঝেই জেনে নিন বিভিন্ন পরিষেবায় কী বদল আসছে, না হলে সমস্যায় পড়তে হবে
- FB
- TW
- Linkdin
ইংরাজি নতুন বছরের শুরুতেই ভারতে ডিজিট্যাল পেমেন্টের নিয়মে বড় বদল আসছে
এখন বাড়ি থেকে দূরে কোথাও যেতে হলে সঙ্গে বেশি টাকা না থাকলেও চলে। বিভিন্ন জায়গায় ডিজিট্যাল পেমেন্ট করা যায়। ২০২৫ সালের শুরু থেকেই এই ব্যবস্থায় বদল আসতে চলেছে।
এখন আর ইউপিআই পেমেন্টের জন্য ইন্টারনেট সংযোগ, স্মার্টফোন বাধ্যতামূলক নয়
সাধারণ কি-প্যাড ফোন বা ইন্টারনেট সংযোগ ছাড়াই ডিজিট্যাল পেমেন্ট করার সুযোগ পাওয়া যাচ্ছে। ২০২৫ সালের শুরুতে এই ব্যবস্থা আরও উন্নত হতে চলেছে।
১ জানুয়ারি থেকেই ইউপিআই লেনদেনের ঊর্ধ্বসীমা বেড়ে দ্বিগুণ হতে চলেছে
এতদিন ইউপিআই লেনদেনের ঊর্ধ্বসীমা ছিল ৫,০০০ টাকা। তা এবার বেড়ে হচ্ছে ১০,০০০ টাকা। ফলে যাঁরা নিয়মিত অনলাইনে পেমেন্ট করেন, তাঁদের সুবিধা হতে চলেছে।
নববর্ষে পছন্দের রান্না করবেন ভাবছেন? রান্নার গ্যাসের দাম কিন্তু বাড়ছে
ইংরাজি নতুন বছরের শুরুতেই গৃহস্থের রান্নাঘরে প্রভাব পড়তে চলেছে। রান্নার গ্যাসের দাম বাড়াতে চলেছে জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলি।
সাধারণ রান্নার গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের দামও বাড়তে চলেছে
২০২৫ সালের শুরুতেই রান্নার গ্যাসের নতুন দাম ঠিক করতে চলেছে জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলি। বাড়ির সাধারণ গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও বাড়তে চলেছে।
গত কয়েক মাস ধরে সাধারণ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম না বাড়লেও এবার বদল আসছে
বাড়িতে যে সাধারণ রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়, তার দাম কয়েকদিনের মধ্যেই অনেকটা বেড়ে যেতে পারে। ফলে নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের খরচ বাড়ছে।
নতুন বছরের শুরুতেই বিমানের জ্বালানি দামও একধাক্কায় অনেক বেড়ে যেতে চলেছে
বিমানের জ্বালানির দাম বেড়ে গেলে উড়ানের ভাড়াও বেড়ে যাবে। নতুন বছরের শুরুতেই সেটা হতে চলেছে।
ইংরাজি নতুন বছরের শুরুতেই সারা দেশের কৃষকদের জন্য সুখবর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার
ইংরাজি নতুন বছরের শুরুতেই কৃষকরা কোনওরকম জামানত ছাড়া ঋণ পেতে চলেছেন। ঋণের অর্থও বাড়তে চলেছে।
রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন ইংরাজি বছরের শুরু থেকেই ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন কৃষকরা
এতদিন কৃষকরা সর্বাধিক ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতেন। এবার বিনা গ্যারান্টিতে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন কৃষকরা।
নতুন বছরে সারা দেশের কৃষকরা সহজে বেশি পরিমাণে ঋণ পাওয়ায় উপকৃত হতে চলেছেন
নতুন বছরে কৃষকদের যে উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার, তাতে সারা দেশের কৃষক শ্রেণিই উপকৃত হবে।
নতুন ইংরাজি বছরে কৃষকদের পাশাপাশি পেনশনভোগীদের জন্যও সুখবর দিচ্ছে কেন্দ্রীয় সরকার
২০২৫ সালের শুরুতেই ইপিএফও-এর নিয়মে বড় বদল আসতে চলেছে। ফলে পেনশনভোগীদের সুবিধা হবে।
ইংরাজি নতুন বছরে ইপিএফও থেকে পেনশন পাওয়ার জন্য বেশি দৌড়ঝাঁপ করতে হবে না
ইপিএফও-এর নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের শুরুতেই পেনশনভোগীরা দেশের যে কোনও ব্যাঙ্ক থেকেই পেনশনের টাকা পেতে পারেন। এর জন্য বাড়তি কোনও ভেরিফিকেশনও করাতে হবে না।
২০২৫ সালের শুরু থেকেই শেয়ার বাজারের নিয়মের ক্ষেত্রেও বদল আসতে চলেছে
কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী, নতুন ইংরাজি বছরের শুরুতেই শেয়ার বাজারের নিয়মে বদল আসছে। সেনসেক্স ও নিফটিতে প্রভাব পড়বে।
১ ফেব্রুয়ারি শনিবার হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় বাজেট পেশের দিন হওয়ায় খোলা থাকবে শেয়ার বাজার
শেয়ার বাজার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকে। কিন্তু ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশের দিন শনিবার হওয়া সত্ত্বেও খোলা থাকবে শেয়ার বাজার।
মঙ্গলবার সারা বিশ্বের পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি ভারতবাসীরা
মঙ্গলবার মধ্যরাতে সারা ভারতের মানুষ যখন নতুন বছরকে স্বাগত জানাবেন, তখন হয়তো বিভিন্ন পরিষেবায় বদলের কথা মনে থাকবে না। তবে দৈনন্দিন প্রয়োজনে এগুলির কথা মনে রাখতেই হবে।