সংক্ষিপ্ত
- টানা ৭২ ঘণ্টার টানা বৃষ্টিতে কার্যত জলের তলায় চলে গিয়েছে বিহারের একাধিক রেলপথ
- যার যেরে এখনও পর্যন্ত অসংখ্য রেললাইন এখন কার্যত জলের তলায়
- ব্যহত জনজীবন
- বাতিল একাধিক ট্রেন
টানা ৭২ ঘণ্টার টানা বৃষ্টিতে কার্যত জলের তলায় চলে গিয়েছে বিহারের একাধিক রেলপথ। যার যেরে এখনও পর্যন্ত অসংখ্য রেললাইন এখন কার্যত জলের তলায়। ইস্ট-সেন্ট্রাল রেলওয়ের তরফে এখনও পর্যন্ত বেশ কয়েকটি ট্রেনের গতিপথ পরিবর্তন, বাতিল বা নতুন সময়ে নির্ধারণ করা হয়েছে বলে খবর।
আবাহাওয়া দফতরের প্রকাশিত পূর্বাভাসের ওপর ভিত্তি করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে যেহেতু দৃশ্যমানতা অনেকটাই কমে যায়, সেহেতু ট্রেনের গতিবিধির ওপরেও নিয়ন্ত্রণ রাখতে বলা হয়েছে। দুর্ঘটনা এড়াতে লোকো পাইলটদের গতি ৬০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। গয়াতে ক্রমাগত বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে ধিলওয়া- নাথগঞ্জের কাছে গয়া- কোডেরমা বিভাগের মধ্যে রেল চলাচল ব্যহত হয়েছে বলে খবর।
টানা তিন দিনের বৃষ্টিতে বানভাসি বিহার-উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে হল ১৩৪
সেইসঙ্গে একাধিক ট্রেনও বাতিল করা হয়েছে বলে খবর। যার মধ্যে রয়েছে কলকাতা-অমৃতসর অকালতক্ত এক্সপ্রেস, ভাগলপুর-দানাপুর ইন্টারসিটি, হাটিয়া-পটনা এক্সপ্রেস, আপ টাটা-দানাপুর এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন।