করোনা আতঙ্কের মধ্যেই এবার রঙের উৎসব পুরোন মেজাজেই রয়েছে বৃন্দাবন বাঁকে বিহারী মন্দিরে চলছে জমিয়ে রঙ খেলা বৃন্দাবনে হোলি খেলা হয় গুলালের সঙ্গে

সোমবার বাংলা মেতেছে রঙের উৎসব দোল। আর মঙ্গলবার গোটা দেশ মাতবে হোলির রঙে। তবে ব্রজধামে ৪০ দিন ধরে চলে দোল উদযাপন। মথুরা, নন্দগাঁও, বৃন্দাবন ও বারসনা প্রত্যেকটি স্থানই এখন তাই রঙিন হয়ে রয়েছে। এসবের মধ্যে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির হোলি বিখ্যাত। সোমবার সকাল থেকেই মন্দির চত্বরে অগণিত ভক্ত ভিড় জমিয়েছেন রঙ খেলতে।

Scroll to load tweet…

আরও পড়ুন: ৩ বছরের শিশুর দেহে মিল কোভিড-১৯, একলাফে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেল ৪১

বৃন্দাবনে হোলি খেলা হয় গুলালের সঙ্গে। বাঁকে বিহারী মন্দিরের সামনে এখন আবিরে রাঙা রঙিন মানুষের ভিড়। এই শহরে এমন কেউ নেই যিনি হোলির উৎসবে মাতেন না। দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যে বৃন্দাবন রয়েছে তার সনাতন মেজাজেই। আবির ভর্তি প্যাকটে হাতে নিয়ে রাঁধে রাঁধে বলে আবির ছড়ান চলছে একে অপরের দিকে। মন্দিরের ভিতরে প্রবেশ করার সময় বালতি ও পিচকারি দিয়ে মানুষের জামা রঙিন করে দেওয়া চলছে। 

Scroll to load tweet…

মন্দিরের ভিতের কৃষ্ণমূর্তিকে ঘিরে চলছে আবির খেলা। প্রচুর মানুষের উপস্থিতিতে রাধে রাধে গর্জনে মুখরিত হচ্ছে চারপাশ। 

আরও পড়ুন: নজির স্থাপন করলেন শতায়ু বৃদ্ধ, করোনাকে হারিয়ে বাড়ি ফিরলনে সুস্থ হয়ে

এদিকে দেশে ক্রমে লাফিয় লাফিয় বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে সরকার। তাই এবার আবিরের বদলে ফুলের হোলি খেলা চলল পঞ্জাবে। অমৃতসরের শিবালা বাগে মানুষ একে অপরকে স্নান করালেন ফুলের পাপড়িতে। 

Scroll to load tweet…