Falaknuma Express Fire: দাউদাউ করে জ্বলছে চলন্ত ট্রেন! হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা

শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়ল হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস। সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢোকার আগে ট্রেনটিতে আগুন ধরে যায়। কামরার জানলা দিয়ে গলগল করে কুণ্ডলী পাকিয়ে বেরোতে থাকে কালো ধোঁয়া।

Share this Video

শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়ল হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস। সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢোকার আগে ট্রেনটিতে আগুন ধরে যায়। কামরার জানলা দিয়ে গলগল করে কুণ্ডলী পাকিয়ে বেরোতে থাকে কালো ধোঁয়া। দাউদাউ করে ট্রেনের কামরা জ্বলতে দেখে ঘটনাস্থলে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। রেলকর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । যান্ত্রিক গোলোযোগকেই এই দুর্ঘটনার প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে। তবে, ট্রেনের যাত্রীদের মধ্যে কারুর হতাহত হওয়ার খবর নেই।

Related Video