সংক্ষিপ্ত

বিমানটি ফ্লাইটেক এভিয়েশন একাডেমির অধীনেই চলাচল করত বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শোক প্রকাশ করেছেন।


গত বছরই তামিলনাড়ুতে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ যায় সেনা কর্তা বিপিন রাওয়াতের। এবার শনিবার তেলেঙ্গানার একটি বেসরকারি বিমান চলাচল একাডেমির একটি বিমান বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল। এই দুর্ঘটনায় বিমানটিতে থাকা এক মহিলা প্রশিক্ষণার্থী পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তেলেঙ্গানার নালগোন্ডায় ঘটে এই দুর্ঘটনাটি। মৃত পাইলটের নাম মহিমা গজরাজ। বিমানটি ফ্লাইটেক এভিয়েশন একাডেমির অধীনেই চলাচল করত বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শোক প্রকাশ করেছেন। এ বিষয়ে তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

দুর্ঘটনা প্রসঙ্গে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইট করেও শোক প্রকাশ করেন। সেখানে তিনি লিখেছেন নালগোন্ডায় প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনার কথা শুনে তিনি দুঃখিত। তদন্তকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি নিহত পাইলটের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।টুইটে তিনি লেখেন, "তেলেঙ্গানার নালগোন্ডায় একটি প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনে হতবাক হয়েছি। ঘটনাস্থলে একটি তদন্ত দল পাঠানো হয়েছে। দুর্ভাগ্যবশত, আমরা এক প্রশিক্ষণরত পাইলটকে হারিয়েছি।”সূত্রের খবর, বিমানটি পার্শ্ববর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে প্রথম যাত্রা শুরু করে। তারপরই রাজ্যের সীমানার কাছে নালগোন্ডা জেলায় দুপুর নাগাদ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই ওই মহিলা প্রশিক্ষণার্থী পাইলটের মৃত্যু হয়। সূত্রের খবর, গত প্রায় ৪ মাস ধরে মহিমা বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন ওই অ্যাভিয়েশন অ্যাকাডেমিতে। এমনকী তিনি দ্রুত বিমান চালনার পাঠও শিখে ফেলছিলেন। কিন্তু তারপরেও কীভাবে এতবড় দুর্ঘটনা ঘটে গেল তা ভেবেই পাচ্ছেন না কেউ। 

আরও পড়ুন-যুদ্ধ নয় শান্তি চাই, ভিন্টেজ কার নিয়েই কলকাতার রাস্তায় নেমে বড় চমক মদনের

আরও পড়ুন- কাজের চাপে আত্মহত্যা, রেলের কর্মীর মৃত্যু ঘিরে বিক্ষোভ হাওড়ার লিলুয়া ইয়ার্ডে

আরও পড়ুন- যুদ্ধের মধ্যেই ইউক্রেনে আটকে গাইঘাটার যুবক, উদ্বেগে গোটা পরিবার

ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে তদন্তকারী পুলিশ আধিকারিকেরা জানান একজন প্রত্যক্ষদর্শী দেখেছেন যে বিমানটি একটি মাঠের অদূরে প্রথম ভেঙে পড়ে। ভেঙে পড়া মাত্রই মাঠের মধ্যেই টুকরো টুকরো হয়ে যায় বিমানটি। তবে দুর্ঘটনার পর বিমানে আগুন লাগেনি বলেই জানান প্রত্যক্ষদর্শীরা। তবে তিনি এও বলেন, প্রত্যক্ষদর্শীরা যখন দুর্ঘটনাগ্রস্ত বিমানের কাছে পৌঁছান, ততক্ষণে পাইলট মারা গিয়েছিলেন। তবে ওই বিমানটিতে পাইলট ছাড়া আর কেউই ছিলেন না বলে জানা যায়। একাডেমিটি অন্ধ্রপ্রদেশের মাচের্লাতে অবস্থিত। এখান থেকে তেলেঙ্গানা সীমানার দূরত্ব খুবই কম। মৃত পাইলট আদপে তামিলনাড়ুর বাসিন্দা বলে জানা যাচ্ছে। তবে কর্মসূত্রে তিনি সেকেন্দ্রাবাদে থাকতেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে।