সংক্ষিপ্ত
২ হাজার টাকার নোট বিনিময় করার বিষয়ে আরবিআই কী কী নির্দেশাবলী জারি করেছে, তা জেনে নিন।
১৯ মে, শুক্রবার থেকে ফের ভারতে আরও এক ‘নোট বন্দি’। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ থেকে ২০০০ টাকার নোট প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেছে। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক RBI ভারতের প্রত্যেকটি ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে, যাতে অবিলম্বে ২ হাজার টাকার নোট ইস্যু করা বন্ধ করে দেওয়া হয়। ২০২৩ সালের ২৩ মে তারিখ ২ হাজার টাকার নোট বন্ধ করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে এবং ব্যাঙ্কগুলিকে এর জন্য বিশেষ উইন্ডোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তারা কীভাবে ২ হাজার টাকার নোট বদল করবেন?
RBI-এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁরাও নিজেদের কাছে থাকা ২ হাজার টাকার নোট বদল করতে পারবেন। এর জন্য বিশেষ ব্যবস্থা করেছে আরবিআই এবং কেন্দ্রীয় ব্যাঙ্ক তার সিদ্ধান্তে স্পষ্ট ভাবে লিখেছে যে, যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁরাও ব্যাঙ্কে গিয়ে একবারে ২০ হাজার টাকা পর্যন্ত দুই হাজারের নোট পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ, ২৪ ঘণ্টার মধ্যে একজন ব্যক্তি মত ২০,০০০ টাকার ২ হাজারের নোট পরিবর্তন করতে পারবেন। মানে, একদিনে দশটি ২ হাজারের নোট পরিবর্তন করা যাবে।
রিজার্ভ ব্যাঙ্ক ২ হাজার টাকার নোটের বিনিময় সংক্রান্ত একটি নিয়মাবলী জারি করেছে, যার ভিত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। সেগুলি হল:
২৩ মে থেকে যেকোনও ব্যাঙ্কে টাকা পরিবর্তন বা জমা করা যাবে।
৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে, ২ হাজার টাকার নোট যেকোনও ব্যাঙ্কের শাখায় পরিবর্তন করা যাবে।
একবারে কুড়ি হাজার টাকা একটি ব্যাঙ্কে বিনিময় বা জমা করা যেতে পারে।
RBI-এর ১৯টি শাখাতেও নোট বদলানো যাবে।
এর মানে হল, নোটগুলি আরবিআই এবং ভারতের অন্যান্য সমস্ত ব্যাঙ্কে পরিবর্তন করা যাবে।
এই নিয়মাবলী অনুসারে একবারে দশটি ২ হাজার টাকার নোট ফেরত দেওয়া বা বিনিময় করা যেতে পারে।
মোট পরিমাণ একবারে ২০ হাজার টাকার বেশি হতে পারে না। অর্থাৎ, এর বেশি টাকা থাকলে, ২৪ ঘণ্টার মধ্যে তা আর বদলানো যাবে না।
সাধারণ মানুষের প্রশ্ন হল, এই ঘটনা কি ‘নোটবন্দি’?
উত্তর হল, একভাবে ২ হাজার টাকার নোটগুলি ‘বাতিল’ ঘোষণা করে দেওয়াকে ‘মিনি ডিমোনেটাইজেশন’ (ছোটোখাটো নোটবন্দি) বলা যেতে পারে। জনগণের মধ্যে যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে, সেজন্য নোট পরিবর্তন বা ফেরত দিতে কিছুটা বেশি সময় দেওয়া হয়েছে।
আরও পড়ুন-
সমীর ওয়াংখেড়ের কাছে ভিক্ষা চাইছেন শাহরুখ খান! হোয়াটসঅ্যাপে চাঞ্চল্যকর চ্যাট ফাঁস
১ লক্ষ ১১ হাজার ছাত্রছাত্রী এবছর মাধ্যমিকে ফেল, এতও বেশি জন অকৃতকার্য হওয়ার কারণ কী?
বিক্রি হয়ে গেল গুগলের CEO সুন্দরলাল পিচাইয়ের বাড়ি, আবেগে ভেঙে পড়লেন তাঁর বাবা রঘুনাথ পিচাই