- Home
- India News
- Voter and Aadhaar Card Link: বাড়ি থেকেই করতে পারবেন ভোটার ও আধার কার্ডের লিঙ্ক! রইল তার স্টেপ বাই স্টেপ
Voter and Aadhaar Card Link: বাড়ি থেকেই করতে পারবেন ভোটার ও আধার কার্ডের লিঙ্ক! রইল তার স্টেপ বাই স্টেপ
ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন ভোটারদের ফর্ম সিক্স এবং পুরনো ভোটারদের সিক্স-বি ফর্ম পূরণ করতে হবে। ভোটার সার্ভিস পোর্টালের মাধ্যমে এই লিঙ্কের কাজটি করা যাবে।
- FB
- TW
- Linkdin
)
প্যানের পর এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার পক্রিয়া শুরু হচ্ছে।
এর জন্য নতুন ভোটারদের ফর্ম সিক্স পূরণ করতে হবে, এবং পুরনো ভোটারদের সিক্স-বি ফর্ম পূরণ করতে হবে।
এই সংযুক্তির কাজটিভোটার সার্ভিস পোর্টালের মাধ্যমে করা যাবে। এরজন্য প্রথমে নির্বাচন কমিশনে ভোটার পরিষেবা পোর্টাল https://voters.eci.gov.in-এ যেতে হবে।
পোর্টালে ঢুকে 'ফর্মে' ক্লিক করুন।এখান যদি রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে মোবাইল নম্বর, পাসওয়ার্ড ও ক্যাপচা লিখে লগইন করুন।
রেজিস্ট্রেশন করা না থাকলে, আগে রেজিস্ট্রেশন করে তারপর লগইন করুন।
লগইন-এর পর ভোটার পরিষেবা পোর্টাল-এর হোমপেজে গিয়ে 'মাই প্রোফাইল' বিকল্পটি বেছে নিন।
নতুন ভোটার হলে ফর্ম সিক্স পূরণ করতে হবে, এবং পুরনো ভোটারদের সিক্স-বি ফর্ম বিকল্পটি বেছে নিতে হবে।
এরপর এতে আপনার সম্পূর্ণ তথ্যের বিরবণ দিয়ে পেজটি ফিলাপ করুন।
মোবাইলে আসা ওটিপি ভেরিফাই করিয়ে পোর্টালের প্রিভিউ বাটনে ক্লিক করুন।
প্রিভিউ দেখে সব ঠিকঠাক নথি দেওয়া হলে সাবমিট বাটনে ক্লিক করুন, এখানে একটি রেফারেন্স নম্বর পাবেন।
এই নম্বরের মাধ্যমে আপনি আপনার ভোটার আধার লিঙ্কের স্টেটাস চেক করতে পারবেন।