সংক্ষিপ্ত

সীমান্ত পেরিয়ে অবৈধ ভাবে ঢুকে পড়ছে শয়ে শয়ে বাংলাদেশি! ফের আটক ১১, সঙ্গে রয়েছে শিশুরাও

ত্রিপুরা সীমান্তে মানব পাচার! মানব পাচারের করিডর হয়ে উঠছে ত্রিপুরা! দালাল চক্রের হাত ধরে অবৈধ ভাবে বাংলাদেশী নাগরিকরা ঢুকে পড়ছে এই রাজ্যে। যেহেতু এই রাজ্যের তিনদিকেই বাংলাদেশ।

রবিবার বিকেলে ধরা পড়ল প্রায় ১১ জন বাংলাদেশি নাগরিক। এই ১১ জনকে আগরতলার জিরআরপি থানায় আটক করা হয়েছে।

এই প্রসঙ্গে আগরতলার জিআরপি থানার ওসি তাপস দাস জানান, ধৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। অবৈধ ভাবে রাজ্যে ঢুকে পড়েছে ধৃতরা। রেলে করে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত। সোমবার আদালতে পেশ করা হবে ধৃতদের।

জুন মাসে প্রায় ৩৯ জন বাংলাদেশিকে আটক করে আদালতে পেশ করা হয়। তাদের সঙ্গেও প্রায় ৫ জুন শিশু ছিল।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সূত্রের খবর দালাল চক্র অধিক বেতনের প্রলভন দেখিয়ে মহিলাদের রাজ্যে নিয়ে আসে. এবং তারপর তাদের দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে অসামাজিক কাজ করান হয়। আরক্ষা প্রশাসন মানব পাচার রুখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।