'বদ্ধ' বিল্ডিং গুলজার হাউস, একটিমাত্র দরজার কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু ১৭ জনের
হায়দ্রাবাদের ঐতিহাসিক চারমিনারের কাছে গুলজার হাউস এলাকায় শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
15

Image Credit : X
আগুনের কারণ জানা যায়নি
চারমিনারের কাছে গুলজার হাউস এলাকায় আগুনে ১৭ জনের মৃত্যু, যাদের মধ্যে ৮ শিশু ও ৫ নারী। আগুনের কারণ এখনও অজানা, তবে শর্ট সার্কিটের আশঙ্কা করছে প্রশাসন।
25
Image Credit : X
একমাত্র প্রবেশপথ, ধোঁয়ায় শ্বাসরোধ
সকাল ৬:৩০ টায় আগুন লাগার খবর পায় দমকল। ১১ টি ইঞ্জিন আগুন নেভায়। বিল্ডিংটিতে একটি মাত্র প্রবেশপথ থাকায় অনেকেই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান।
35
Image Credit : ANI
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর শোক, ক্ষতিপূরণ ঘোষণা
প্রধানমন্ত্রী মোদি ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেড্ডি শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।
45
Image Credit : ANI
শিশুদের মর্মান্তিক মৃত্যু
মৃত শিশুদের নাম: হেময় (৭), প্রিয়াংশ (৪), ইরাজ (২), আরুশি (৩), ঋষভ (৪), প্রতম (১), অনুয়ান (৩) এবং ইদ্দু (৪)।
55
Image Credit : ANI
ধোঁয়াই মৃত্যুর কারণ: ওয়াইসি
ওয়াইসি বলেন, বেশিরভাগ মৃত্যু ধোঁয়ার কারণে। রাজ্য সরকার শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ করবে। বিল্ডিংটিতে অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়েও একাধিক অভিযোগ উঠেছে।
Latest Videos

