অবসরের বয়স ৬২ হলে, পেনশন গ্র্যাচুইটি-সহ আরও কী কী সুবিধা পাবেন সরকারি কর্মীরা
- FB
- TW
- Linkdin
কর্মচারীদের মিলবে দারুণ লাভ
সরকারি কর্মচারীদের অবসরের নিয়মে আনা হল বিশেষ পরিবর্তন এই পরিবর্তনের ফলে কর্মীদের অবসরের সময় তো বাড়বেই সেই সঙ্গে পেনশনও মিলবে দারুণ লাভ।
দ্রুত এই নিয়ম কার্যকর হবে
দু বছর অবসরে বাড়লেই মিলবে অন্যান্য আরও সুযোগ ও সুবিধে। জান যাচ্ছে দ্রুত এই নিয়ম কার্যকর করা হবে।
শিক্ষা ও স্বাস্থ্যখাতেই ২ বছর অতিরিক্ত সময় মিলব
তবে জেনে রাখা ভালো এই অবসরের নিয়মের পরিবর্তন বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যখাতেই বাড়ানো হবে। এতদিনের নিয়মের পর হঠাৎ এই পরিবর্তন কি কর্মীদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে?
গ্র্যাচুইটি নির্ধারণের সময়
অতিরিক্ত দুই বছরের চাকরির সবচেয়ে বড় সুবিধা হবে গ্র্যাচুইটিতে। কারণ গ্র্যাচুইটি নির্ধারণ করা হয়ে শেষ বেতন কতটা তার ভিত্তিতে ফলে দুই বছর অতিরিক্ত চাকরির সময় পেলে গ্র্যাচুইটিতে মিলবে কর্মীদের বিশেষ সুবিধা।
পেনশন খাতেও অতিরিক্ত অর্থ মিলবে
আবার পেনশনের ক্ষেত্রেও মিলবে সুবিধা কারণ সরকারি নিয়ম অনুসারে জাতীয় পেনশন প্রকল্পে অবদান রাখতে হবে ফলে পেনশন খাতেও অতিরিক্ত ২৪ মাসের টাকা জমবে।
স্বাস্থ্যসেবা এবং কল্যাণমূলক সুবিধাও মিলবে
এছাড়া কর্মীদের ৬২ বছরে অবসর গ্রহণের পর, সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা এবং কল্যাণমূলক কিছু সুবিধাও প্রদান করা হবে। এর ফলে সরকারি কর্মচারীদের জীবনে বহু পরিবর্তন আসবে।
অতিরিক্ত বেতন মিলবে
অতিরিক্ত দুই বছরের চাকরির পর কর্মচারীরা অবসর গ্রহণের সময় আরও দ্রুত গ্র্যাচুইটি এবং বকেয়া পাবেন।
গ্র্যাচুইটিও সঠিকভাবে গণনা হবে
কারণ সেই সমস্ত কাজ ৬০ বছর সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি প্রস্তুতি নিতে পারবেন। সেই সঙ্গে গ্র্যাচুইটিও সঠিকভাবে গণনা করা হবে।
বহু সুবিধা মিলবে কর্মীদের
কোনও ঘাটতি থাকবে না এবং বকেয়া দ্রুত পরিশোধ করা হবে। অতিরিক্ত দুই বছরের চাকরির সুবিধা পাওয়ায় কর্মচারীরা অবসরের বয়স বৃদ্ধি এবং পেনশনে স্বস্তি সেই সঙ্গে আরও বহু সুবিধা মিলবে কর্মীদের।
অবসরের বয়স ২ বছর বৃদ্ধি
এই নতুন নিয়ম শীঘ্রই কার্যকর করা হবে। যার ফলে দেশের বহু কর্মচারী উপকৃত হবেন।