সংক্ষিপ্ত
তামিলনাড়ুর মন্ত্রী ও ডিএমকে নেতা উদয়গিরি স্ট্যালিনের বিতর্কিত মন্তব্যের পরে সনাতন ধর্ম রীতিমত চর্চায় বিষয়ে হয়ে দাঁড়িয়েছিল এই দেশে। সেই বিতর্ককে এদিন আবারও উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আবারও বিরোধী ইন্ডিয়া জোটের ওপর আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি বলেছেন বিরোধী জোট 'INDIA' এই দেশের সনাতন ধর্ম ও প্রসারিতভাবে দেশের সংস্কৃতি ও দেশবাসীর কাছে রীতিমত হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তিনি আরও বলেন বিরোধীদে এই দেশের সনাতন ধর্মকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে চাইছে।
তামিলনাড়ুর মন্ত্রী ও ডিএমকে নেতা উদয়গিরি স্ট্যালিনের বিতর্কিত মন্তব্যের পরে সনাতন ধর্ম রীতিমত চর্চায় বিষয়ে হয়ে দাঁড়িয়েছিল এই দেশে। সেই বিতর্ককে এদিন আবারও উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪৫ বছরের স্ট্যালিন কয়েক দিন আগেই সনাতন ধর্ম নির্মূল করার আহ্বান জানিয়েছিলেন। স্ট্যালিনের এই মন্তব্যের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন্ত্রিপরিষদের সদস্যদের বলেছিলেন ডিএমকে নেচার মন্তব্যের সঠিক প্রতিক্রিয়ায় প্রয়োজন রয়েছে। তারপর থেকে বিজেপি নেতারাই আক্রামণ করেছিলেন বিরোধীদের। এবার আসরে স্বয়ং প্রধানমন্ত্রী।
মধ্যপ্রদেশের সাগর জেলার একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের নিশানা করেন। তিনি বলেন জোটের পুরো নাম ইন্ডিয়া উচ্চারণ করা থেকেও বিরত ছিলেন। তিনি বলেছিলেন 'ইন্ডি' জোট। এই জোটকে অহংকারী জোট বলে নিশানা করেন। তিনি বলেন এই জোট দেশের প্রাচীন ধর্ম ও সংস্কৃতি ধ্বংস করে দিতে চায়।
তিনি আরও বলেন, কয়েকটি দল দেশ ও সমাজকে বিভক্ত করার জন্য কাজ করছে। তারা একত্রিয় হয়ে একটি ইন্ডি জোট তৈরি করেছে। তারা ভারের সংস্কৃতিকে আক্রমণ করার জন্য গোপনে এজেন্ডাও তৈরি করেছে। ইন্ডি জোট সনাতন ধর্মকে নষ্ট করার জন্য একটি ব্লুপ্রিন্ট তৈরি করেছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সনাতন ধর্ম ও ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা করার অভিপ্রায় রয়েছে ইন্ডিজোটের বলেও অভিযোগ করেন। তিনি আরও বলেন সনাতন ধর্ম এখনও অনেকেরই অনুপ্রেরণা। তিনি আরও বলেন সনাতন ধর্ম নির্মূল করার আহ্বান দেশের মানুষের সব সীমা অতিক্রম করেছে।
মোদী বলেন আজ প্রকাশ্যে সনাতন ধর্মকে টার্গেট করা হচ্ছে। আগামী দিনে প্রকাশ্যে দেশের মানুষের ওপর হামলা চালান হবে। তিনি দেশের সনাতন ধর্মে বিশ্বাসী ও দেশেকে যারা ভালবাসে সেই মানুষদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, এজাতীয় মানুষদের থেকে সতর্ক হওয়া জরুরি।