সংক্ষিপ্ত
- মৃতের সংখ্যায় এবার চিনকে ছাড়িয়ে গেল ভারত
- চিনের তুলনায় দেশে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ
- তুরস্ককেও এবার আক্রান্তের সংখ্যায় পেছনে ফেলল
- গত ২৪ ঘণ্টায় করোনা ভারতে প্রাণ কেড়েছে ১৭৫ জনের
একদিনে করোনা সংক্রমণের হারে ফের নয়া রেকর্ড ভারতের। গত ৭ দিন ধরে প্রতিদিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজারের বেশি। এবার সেই সংখ্যাটা ৭ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৭,৪৬৬ জন। ফলে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা দেশে ১,৬৫,৭৯৯।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৭৫ জন। ফলে ভারতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৭০৬। দেশে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৭১,১০৫ জন। ফলে সক্রিয় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৮৯,৯৮৭।
গত সপ্তাহেই করোনা আক্রান্তের সংখ্যা চিনকে ছাড়িয়ে গিয়েছিল ভারত। বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা চিনের করোনা আক্রান্তের সংখ্যার প্রায় দ্বিগুণ। জন হফকিনস বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী চিনে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৮২,৯৯৫। আক্রান্তের পাশাপাশি এবার মৃতের সংখ্যাতেও চিনেক পেছনে ফেলে দিল ভারত। বর্তমানে চিনে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৪,৬৩৪। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার সকালেই সেই সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ভারত।
মারণ ভাইরাসের থাবায় এবার পদ্ম শিবিরের হাইপ্রোফাইল নেতা, হাসপাতালে ভর্তি বিজেপির জাতীয় মুখপাত্র
আমেরিকায় মৃত্যু মিছিল ১ লক্ষ ছাড়িয়ে গেল, এবার সোশ্যাল মিডিয়া বন্ধের হুমকি দিলেন ট্রাম্প
বাংলাদেশে করোনা হাসপাতালে ভয়াবহ আগুন, সংক্রমণ বৃদ্ধির মধ্যেই ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের
গতবছর ডিসেম্বর শেষে চিনে প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। তারপর ৫ মাসে তা বিশ্বে মহামারীর আকারে ছড়িয়ে পড়েছে। বর্তমানে গোটা দুনিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫৯ লক্ষ। মৃতের সংখ্যা ৩ লক্ষ ৬১ হাজার ছাড়িয়ে গিয়েছে। সারা দুনিয়া যখন করোনা সংক্রমণে কাবু তখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে চিন। নতুন করে দেশটিকে সংক্রমণের খবরও তেমন পাওয়া যাচ্ছে না।
এদিকে বিশ্বে করোনা আক্রান্তের ক্রম তালিকায় এখনও একনম্বরে রয়েছে আমেরিকা। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে লাখের গণ্ডি। আক্রান্তের সংখ্যা প্রথম ১০টি দেশের তালিকায় আগেই ঢুকে পড়েছিল ভারত। এবার তুরস্ককেও ছাড়িয়ে গেল ভারত। বর্তমানে করোনা আক্রান্ত দেশগুলির ক্রমতালিকায় ভারত রয়েছে ৯ নম্বরে। ভারতের আগে আমেরিকা ছাড়া রয়েছে ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স এবং জার্মানি। ক্রমতালিকায় ১৪ নম্বরে নেমে গিয়েছে চিন।
ভারতে করোনা আক্রান্তের তালিকায় এখনও এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার হয়েছে ২,৫৯৮ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯,৫৪৬। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১,৯৮২ জনের।
ভারতে এখনও পর্যন্ত ৩৩ লক্ষ মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। সেখানে মার্কিন মুলুকে করোনা পরীক্ষা হয়েছে ১.৫ কোটি মানুষের। রাশিয়ায় সংখ্যাটা ৯৭ লক্ষের বেশি, জার্মানিতে ৪০ লক্ষ, ব্রিটেনে ৩৮ লক্ষ, ইতালিতে ৩৬ লক্ষ ও স্পেনে প্রায় ৩৫ লক্ষ।
পরিস্থিতি উদ্বেগের রাজধানী দিল্লিতেও। জাতীয় রাজধানীতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শইকার ১,০২৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,২৮১।