India-Pakistan Tension: গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তান সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত। 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতীয় সেনাবাহিনী (Indian Army) পাকিস্তানের হামলার জবাব দিতে তৈরি।

India-Pakistan Border: কেন্দ্রীয় সরকার এখনও পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ (India-Pakistan War) ঘোষণা করেনি। কিন্তু পাকিস্তান সরকার ও সেনাবাহিনী যেভাবে ক্রমাগত উস্কানি, আগ্রাসন চালিয়ে যাচ্ছে, তাতে হয়তো যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হতে পারে ভারত। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী (Pakistan Army) সীমান্তে এগিয়ে আসছে। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের (1999 Kargil War) পর প্রথমবার সীমান্তে এভাবে এগিয়ে আসছে পাক সেনা। একইসঙ্গে ক্রমাগত ভারতের সাধারণ মানুষের ক্ষতি করার লক্ষ্যে হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। শুক্রবার রাতে সীমান্ত বরাবর ২৬ জায়গায় ড্রোন হামলা চালায় পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও নিশানা করেছে পাকিস্তান। শনিবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী চারটি রাজ্য মিলিয়ে মোট ২৬ জায়গায় হামলা চালিয়েছে পাকিস্তান। পাল্টা পাকিস্তানের ৬টি বায়ুসেনা ঘাঁটিতে আঘাত হেনেছে ভারত। 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) সুবাদে দেশজুড়ে বিখ্যাত হয়ে যাওয়া উইং কমান্ডার ভ্যোমিকা সিং (Wing Commander Vyomika Singh) এবং কর্নেল সোফিয়া কুরেশি (Colonel Sofiya Qureshi) জানিয়েছেন, পাকিস্তান যেভাবে সীমান্তে সেনা জওয়ানদের এগিয়ে দিচ্ছে, তাতে আগ্রাসনের ইঙ্গিত স্পষ্ট। পাকিস্তানের এই আগ্রাসনের জবাব দিতে তৈরি ভারতীয় সেনা (Indian Army)।

সীমান্তে সতর্ক ভারত

কর্নেল সোফিয়া জানিয়েছেন, ‘পাকিস্তানের সামরিকবাহিনী সীমান্তে ওদের সেনা জওয়ানদের এগিয়ে দিচ্ছে। এই ঘটনা আমাদের নজরে পড়েছে। এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে, পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত হয়ে ওঠে, সেই লক্ষ্যে কাজ করছে পাক সেনা। তবে ভারতীয় সশস্ত্রবাহিনী সবসময় তৎপর। আমরা সবরকম পরিস্থিতির জন্য তৈরি। পাকিস্তানের যাবতীয় হামলা, আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ওদের হামলা প্রতিরোধ করা হচ্ছে।’

ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাক সেনা জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir), পাঞ্জাব (Punjab), রাজস্থান (Rajasthan) ও গুজরাটে (Gujarat) হামলা চালিয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়া দূরপাল্লার অস্ত্র, যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে পাক সেনা। এই হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বাড়ির কয়েকজন সদস্য জখম হয়েছেন। উধমপুর (Udhampur), ভূজ (Bhuj), পাঠানকোট (Pathankot) ও ভাটিন্ডায় (Bathinda) বায়ুসেনার ঘাঁটি (Indian Air Force Base) ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।