সংক্ষিপ্ত
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত প্রায় ১৫ হাজার
- তবে সোমবার সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১১ হাজার মানুষ
- এখনও পর্যন্ত দেশে ৭১ লক্ষ করোনা পরীক্ষা হয়েছে
- গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষ ছাড়িয়েছে
বিশ্বে করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে এখন ৪ নম্বরে রয়েছে ভারত। প্রতিদিনই লাফিয় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই ধারা বজায় থাকল মঙ্গলবারও। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ১৪,৯৩৩ জন। যার পলে দেশে মোট কোভিড ১৯ রোগীর সংখ্যআ বেড়ে হয়েছে ৪ লক্ষ ৪০ হাজার ২১৫।
আরও পড়ুন: বর্ষার পাশাপাশি তৈরি হয়েছে নিম্নচাপ, সপ্তাহ জুড়েই চলবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩১২ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে ভারতে করোনায় মৃত্যু হয়েছে ১৪ হাজার ১১ জনের। এর মধ্যেও অবশ্য ভাল খবর রয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০,৯৯৪ জন। ফলে দেশে করোনা মুক্তের সংখ্যা এখন ২ লক্ষ ৪৮ হাজার ১৮৯। ফলে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা এখন ১ লক্ষ ৭৮ হাজার ১৪ জন।
দেশে করোনা সংক্রমণে এখনও এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। এর পরেই রয়েছে দিল্লি ও তামিলনাড়ু। এই দুই রাজ্যেও আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। এদিকে কর্ণাটক ও রাজধানী বেঙ্গালুরুতে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ দিনের জন্য কঠোর লকডাউনে যাওয়ার প্রস্তাব দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।
আরও পড়ুন: কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টারে ফের খতম ২ জঙ্গি, শহিদ হলেন ১ সিআরপিএফ জওয়ান
দেশে এখনও পর্যন্ত ৭১ লক্ষ কোভিড ১৯ নমুনা পরীক্ষা হয়েছে বলে জানা যাচ্ছে। সরকারের ৭২৩ টি ল্যাবের সঙ্গী বর্তমানে ২৬২ টি বেসরকারি ল্যাবকেও করোনা পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে। এদিকে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৭১ হাজারেরও বেশি মানুষ।