সংক্ষিপ্ত

  • দেশে পরপর ৭ দিন আক্রান্ত ৫০ হাজারের বেশি
  • তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হলেন ৫১ হাজার ৭০৬ জন
  • দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৬.৩১ শতাংশ
  • ভারতে মঙ্গলবারও নমুনা পরীক্ষা ৬ লক্ষের বেশি

অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে এখন সাজো সাজো রব। তবে এর মধ্যেই দেশের করোনা পরিস্থিতি চিন্তার ভাজকে আরও লম্বা করছে। দেশে আক্রান্তের সংখ্যা এবার ১৯ লক্ষ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার হয়েছেন ৫২ লক্ষ ৭৭৯ জন। ফলে এই নিয়ে টানা ৭দিন দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রতিদিন ৫০ হাজারের উপরে থাকল।

 

 

পরিসংখ্যান বলছে বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৮ হাজার ২৫৪ জন। তবে এর মধ্যে ভাল খবর, গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়ে সুস্থ হয়েছেন ৫১ হাজার ৭০৬। যা এদেশে এখনও পর্যন্ত দৈনিক সুস্থতার ক্ষেত্রে রেকর্ড। এর সঙ্গেই ভারতে করোনা জয়ীর সংখ্যা পৌঁছে গেল ১২ লক্ষ ৮২ হাজার ২১৫তে। ফলে দেশে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮৬ হাজার ২৪৪। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৬.৩১ শতাংশ।

আরও পড়ুন: রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে সেজেছে সরযূর তীর, ৩ লক্ষ প্রদীপ জালিয়ে আজ হবে ছোট দীপাবলি

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ৮৫৭ জবের। ফলে ভারতে কোভিড ১৯ রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৭৯৫। আসিএমআরের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দেশে মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬ লক্ষ ১৯ হাজার ৬৫২। ফলে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লক্ষ ৮৪ হাজার ৪০২।

আরও পড়ুন: ভূমিপুজোর আগে আবেগঘন আডবাণী, আমন্ত্রণ না পেয়ে মুখে রামরাজ্যের কথা

দেশে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে এখনও এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৫৭ হাজারের বেশি। এরপরে রয়েছে তামিলনাডু। আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৮ হাজারের বেশি। তৃতীয় স্থানে উঠে এসেছে অন্ধ্রপ্রদেশ। মোট আক্রান্ত ১ লক্ষ ৭৬ হাজার ছাড়িয়েছে। চতুর্থ স্থানে থাকা কর্ণাটকের আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার। পঞ্চম স্থানে রয়েছে রাজধানী দিল্লি। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার।