দৈনিক সংক্রমণে ফের নয়া রেকর্ড গড়ল ভারত গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত  ৬২,৫৩৮ জন তবে বৃহস্পতিবার সুস্থ হয়েছেন  ৪৯ হাজার ৭৬৯ জন দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৭.৬২ শতাংশ

এবার ২০ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি দৈনিক সংক্রমণে বজায় থাকল রেকর্ড। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের শিকার হেছেন ৬২,৫৩৮, যা এখনও পর্যন্ত একদিনে আক্রান্তের ঘটনায় এদেশে রেকর্ড। গত ৮ দিন ধরে দেশে দৈনিক আক্রান্ত প্রতিদিন ৫০ হাজারের উপরে থাকছিল। শুক্রিবার সেই সংখ্যাটা ৬০ হাজারের গণ্ডিও পার করে গেল। ফলে দেশে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ২৭ হাজার ৭৫।

Scroll to load tweet…

দেশে বেড়ে চলা করোনা সংক্রমণের মধ্যে অবশ্য আশার খবরও শোনাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৭৬৯ জন। ফলে দেশে করোনা জয়ীর সংখ্যা এখন ১৩ লক্ষ ৭৮ হাজার ১০৫। যার ফলে ভারতে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৭ হাজার ৩৮৪। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৭.৬২ শতাংশ।

আরও পড়ুন: মন্দিরের ভূমিপুজোর তদারকিতে ছিলেন প্রধান সেনাপতি, এবার মসজিদের শিলান্যাসে কী করবেন মুখ্যমন্ত্রী যোগী

আরও পড়ুন: লাদাখ নিয়ে উত্তেজনার মধ্যে অরুণাচল সীমান্তে সেনা বাড়াচ্ছে চিন, পরিস্থিতি দেখতে অসমে সেনাপ্রধান

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৮৬ জনের। ফলে ভারতে কোভিড ১৯ রোগের বলী এখনও পর্যন্ত ৪১ লক্ষ ৫৮৫। এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানিয়েছে ৬ আগস্ট দেশে করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ লক্ষ ৭৪ হাজার ৭৮৩। ফলে দেশে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ কোটি ২৭ লক্ষ ২৪ হাজার ১৩৪।

Scroll to load tweet…

ভারতে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে এখনও একনম্বরে রয়েছে মহারাষ্ট্র। মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭৯ হাজার ছাড়িয়েছে। তবে রেকর্ড গড়ে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৫১৪ জন। দেশে করোনা সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। তৃতীয় স্থানে থাকা অন্ধ্র্রের মোট আক্রান্ত ২ লক্ষ ছুঁতে চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে আক্রান্ত ১০ হাজারের বেশি।