পশ্চিমীঝঞ্ঝার কারণে হতে পারে তুমুল শিলাবৃষ্টি! ঘূর্ণীঝড়ের পর নয়া বিপদের সংকেত
পশ্চিমীঝঞ্ঝার কারণে হতে পারে তুমুল শিলাবৃষ্টি! ঘূর্ণীঝড়ের পর নয়া বিপদের সংকেত
18

Image Credit : freepik
ব্যপক শিলাবৃষ্টির আশঙ্কা!
ফের শুরু হয়ে গিয়েছে গরমের দাপট। দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে গরম। ভয়ঙ্কর লু বইছে দেশের উত্তরের রাজ্যে।
28
Image Credit : freepik
ব্যপক শিলাবৃষ্টির আশঙ্কা!
লু বইতে পারে উত্তর পশ্চিম সীমান্তে ও মধ্য ভারতের বেশ কয়েকটি এলাকায়
38
Image Credit : social media
ব্যপক শিলাবৃষ্টির আশঙ্কা!
তবে ২৯ মে পশ্চিমী ঝঞ্ঝা বইতে পারে। ব্যপক শিলাবৃষ্টি দেখা দেবে বেশ কয়েকটি রাজ্যে।
48
Image Credit : google
ব্যপক শিলাবৃষ্টির আশঙ্কা!
পশ্চিমী ঝঞ্জার কারণেই আগামী তিন দিনের মধ্যে দেখা দেবে ব্যাপক বৃষ্টিপাত।
58
Image Credit : social media
ব্যপক শিলাবৃষ্টির আশঙ্কা!
জুন মাসেও কমবে না গরম গুজরাতে তাপ প্রবাহের সতর্কতা জারি করতে পারে আবহাওয়া দফতর।
68
Image Credit : social media
ব্যপক শিলাবৃষ্টির আশঙ্কা!
এ ছাড়াও দিল্লি, দক্ষিণ হরিয়ানা, দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশে আগামী পাঁচ থেকে সাতদিন হিটওয়েভ চলবে ।
78
Image Credit : social media
ব্যপক শিলাবৃষ্টির আশঙ্কা!
এ ছাড়াও তাপপ্রবাহ দেখা দেবে দেশের উত্তর পশ্চিম মধ্য এলাকায়।
88
Image Credit : social media
ব্যপক শিলাবৃষ্টির আশঙ্কা!
রেমাল পালাতে বঙ্গেও শুরু হয়েছে অস্বস্তিকর গরম। অস্বস্তি কাটিয়ে বর্ষা আসতে সময় লাগবে আরও বেশ কয়েকটা দিন।
Latest Videos