সংক্ষিপ্ত

  • সাইবার সেল এবার স্টেশনে
  • ভারতীয় রেলের নয়া উদ্যোগ
  • তালিকাতে রয়েছে হাওড়া-র নাম 
  • অপরাধ রুখতে তৎপর ভারতীয় রেল

ভারতীয় রেলের নয়া উদ্যোগ নতুন বছরে। বর্তমানে অধিকাংশ অপরাধই হেয় থাকে সাইবারের মাধ্যমে। আর যেই জায়গাগুলো থেকে সব থেকে বেশি এই অপরাধ ছড়ায় তা হল রেল স্টেশন। তাই এবার কড়া নজরদারির মধ্যে রাখা হবে দেশের বিশেষ কিছু রেল স্টেশনকে। যার মধ্যে রয়েছে হাওড়া স্টেশনেরও নাম। 

আরও পড়ুনঃ বছরের প্রথম দিনেই রক্তাক্ত উপত্যকা, জঙ্গিদের গুলিতে শহিদ ২ ভারতীয় জওয়ান

বর্তমানে বদলাচ্ছে অপরাধের ধরণ, প্রতিটি পদেই নয়া কৌশলে অপরাধীরা হানা দিয়ে থাকেন। এখন এই অপরাধের মূল অস্ত্রই হয়ে উঠেছে ডিজিটাল ফর্ম। সেখানেই এখন ভারচ্যুয়াল কোপের পর কোপ মেয়ে চলেছে অপরাধীরা। সেই জায়গাতেই এবার লাগাম পড়াতে নয়া উদ্যোগ নিল রেল। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সাইবার সেল তৈরির কাজ। 

আরও পড়ুনঃ নতুন বছরের প্রথম দিনেই বাড়ল রেলের ভাড়া, এক নজরে দেখে নিন বর্ধিত ভাড়ার তালিকা

যেসকল স্টেশনকে এই আওতায় রাখা হল, তা হল- হাওড়া, দিল্লি, গোরক্ষপুর, পুণে, চেন্নাই, হায়দরাবাদ। এরমধ্যে তিনটিতে কাজ প্রায় শেষের পথে। বর্তমানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে যায় সাইবার ক্রাইমের আওতায় পড়ে। মোবাইলের মাধ্যমে মানুষের ছবি তোলা থেকে শুরু করে, মানুষকে বিব্রত করা ছারাও চাকরি, লোন, একাধিক বিষয় প্রতি মুহুর্তে মানুষ প্রতারণার শিকার হচ্ছে। সেই বিষয় এবার লাগাম পড়াতে চায় ভারতীয় রেল। তাই এই নয়া উদ্যোগ।