সেন্টারফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের ৪০তম প্রতিষ্ঠা দিবস। এই দিনই রেলমন্ত্রী অশ্বিনী অশ্বিনী বৈষ্ণব এই অ্যাপের উদ্বোধন করেন 

ট্রেনের টিকিট কাটা থেকে খাবার অর্ডার দেওয়া- সব সমস্যার সমাধানের জন্য এবার রেলওয়ে নিয়ে এল নতুন অ্যাপ 'রেলওয়ান' (RailOne)। নতুন এই অ্যাপ থেকে এবার যেমন টিকিট কাটতে পারবেন যাত্রীরা তেমনই দিতে পারবেন খাবারের অর্ডার। রেলের যাবতীয় পরিষেবার মুশকিল আসান করতে হাজির নয়া এই অ্যাপ। এই অ্যাপ থেকে ট্রেনের টিকিট বুকিং স পিএনআর চেক, খাবার বুকিং , থেকে শুরু করে ট্রেন বা প্ল্যাটফর্ম নিয়ে যাত্রীরা সহজেই অভিযোগ জানাতে পারবেন।

মঙ্গলবার সেন্টারফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের ৪০তম প্রতিষ্ঠা দিবস। এই দিনই রেলমন্ত্রী অশ্বিনী অশ্বিনী বৈষ্ণব এই অ্যাপের উদ্বোধন করেন। সিআরআইএস-ই তৈরি করেছে রেলওয়ান অ্যাপ। এই অ্যাপে একদিকে যেমন ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা তেমনই আবার প্ল্যাটফর্ম টিকিটও কাটতে পারবেন। এই অ্যাপ থেকে ট্রেনের লাইভ ট্র্যাকিং অর্থাৎ ট্রেন কোথায় আছে তা জানা যাবে।

তবে এই অ্যাপের একটি বিশেষত্ব রয়েছে। তা হল কোন প্ল্যাটফর্মের কোন ঠিক কোথায় কোন কোচ দাঁড়াবে তাও বলে দেবে। যাতে দূরপাল্লার ট্রেনে উঠতে যাত্রীদের কোনও সমস্য না হয় তারজন্যই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এতে অপেক্ষমান যাত্রীদের ভিড় ঠেলতে হবে না আর ছোটাছুটি করতে হবে না।

ট্রেন যাত্রীদের এতদিন একেকটা পরিষেবার জন্য একেক রকম অ্যাপ ব্যবহার করতে হবে। কিন্তু এবার একটি অ্যাপের মাধ্যমেই যাত্রীদের সব পরিষেবা দেবে রেলঅনলাইন। এতে আরও একটি সুবিধা হল, এর মাধ্যমে জেনারেল টিকিট ও প্ল্যাটফর্ম টিকিট কাটলে, যাত্রীরা ৩ শতাংশ ডিসকাউন্ট বা ছাড়ও পাবেন। রেলওয়ে ই-ওয়ালেটের সুবিধাও থাকবে এই অ্যাপে।