সংক্ষিপ্ত
ঋণের দায়ে বেসামাল মধ্যবিত্তরা!
দিনে দিনে কমছে ভারতবাসীর মোট সঞ্চয়। তিন বছরে প্রায় ১১ লক্ষ কোটি টাকা সঞ্চয় কমেছে ভারতীয়দের। ২০২০-২০২১ অর্থবর্ষে ভারতের মোট পারিবারিক সঞ্চয়ের পরিমাণ ছিল ২৩ লক্ষ কোটি টাকা। ২০২৩-২৪ সালে তা নেমে দাঁড়িয়েছে ১২ লক্ষ কোটি টাকা। বলতে গেলে ভারতে পরিবার পিছু অর্ধেকেরও বেশি সঞ্চয়ের পরিমাণ কমেছে।
কিন্তু অন্যদিকে মধ্যবিত্ত ও গরিবদের মধ্যে ঋণের বোঝা বেড়িয়ে চলেছে। ২০১৮-২০১৯ সালে ভারতে পরিবারগুলির উপর ৭ লক্ষ ৭০ হাজার কোটির ঋণ ছিল। ২০২৩ -২৪ সালে সেই ঋণ গিয়ে দাঁড়িয়েছে, ১৬ লক্ষ কোটি টাকার কাছাকাছি।
অর্থাৎ একদিকে কমেছে সঞ্চয়ের পরিমাণ অন্যদিকে বেড়েছে ঋণের বোঝা। ২০১৭-১৮ সাল মধ্যবিত্ত পরিবার পিছু কিস্তু বাবদ গড়ে তিন হাজার টাকা ঋণ মেটাত। সেখানে চলতি অর্থ বছরে পরিবার পিছু গড়ে ঋণ মেটানোর টাকা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার।
যাদের বার্ষিক আয় বছরে ৬ লক্ষ টাকার কম তদেরই মাসে গড়ে প্রায় ১২ হাজার টাকা করে ঋণ দিতে হচ্ছে। টিভি, ফ্রিজ, গাড়ি, বাড়ি, মোবাইলের ইএমআই দিতেই রোজগারের বেশিরভাগটাই খরচ হয়ে যায়। ভারতের মধ্যবিত্ত ও গরিবেরা প্রচুর পরিমাণে ঋণের ফাঁদে পড়ে গিয়েছেন। এমনই আশঙ্কাজনক তথ্য প্রকাশ করেছে আরবিআই।