সংক্ষিপ্ত

H3N2 ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মত্যুর ঘটনা ঘটল এই দেশে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে মৃত ২ । ৯০ জন আক্রান্তের রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে।

 

ইনফ্লুয়েঞ্জার H3N2 ভাইরাসে আক্রান্ত হয়ে এই দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে গোটা দেশে দুই জনের মৃত্যু হয়েছে। একজন কর্নাটকের বাসিন্দা । অন্যজন থাকেন হরিয়ানাতে। এখনও পর্যন্ত H3N2 ভাইরাসে আক্রান্ত ৯০ জনের নাম নথিভুক্ত করা হয়েছে। H3N2 ভাইরাসের সংঙ্গে নতুন করে প্রাদুর্ভাব দেখা দিয়েছে H1N1 ভাইরাসেরেও। এই ভাইরাসে আক্রান্ত হিসেবে এখনও পর্যন্ত ৮ জনকে সনাক্ত করা হয়েছে। তেমনই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রকের এক সূত্র।

 

গত কয়েক মাস ধরেই ভারতের কয়েকটি রাজ্যে ফ্লু আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে। যাদের অধিকাংশই H3N2 ভাইরাসে সংক্রমিত। এটি হংকং ফ্লু নামেও পরিচিত। ফ্লু আক্রান্তের কারণে রীতিমত সতর্ক স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যেই পরীক্ষা করা শুরু হয়েছে। সূত্রের খবর H3N2 ও H1N1 ভাইরাসে আক্রান্তের ঘটনাই বাড়ছে। তবে দুটি ভাইরাসের ক্ষেত্রেই কোভিডের উপসর্গ বর্তমান রয়েছে। ইন্ডিয়ার কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানিয়েছে H3N2 ভাইরাস অন্যান্য সাব-টাইপের তুলনায় মানুষকে বেশি অসুস্থ করে দিচ্ছে। যাতে অনেকেই হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছে।

H3N2 লক্ষণঃ

A সাবটাইপ H3N2 ভাইরাসের আক্রান্ত হলে কাশি হবেই। সঙ্গে গলা ব্যাথা, বমিবমি ভাব থাকবে। গায়ে ও মাথায় ব্যাথা থাকবে। এই জাতীয় সমস্যাগুলি এক সপ্তাহ ধরে চলতে পারে। জ্বর কমে গেলেও কাশি তিন সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলেও জানিয়েছে চিকিৎসকরা। এই রোগে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছে। অনেককেই আবার আইসিইউতে পাঠানে হচ্ছে। অনেক রোগীর নিউমোনিয়া ও ব্রঙ্কিওলাইটিস হয়েছে।

রোগ প্রতিরোধ

H3N2 ভাইরাসের সংক্রমণ রুখতে আবারও মাস্ক পরার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। ভিড় এড়াতেও ও হাতমেলাতে বা করমর্দন করতেও নিষেধ করেছে। সংক্রমিত ব্যক্তির ঘনিষ্টতার এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়মিত হাত ধোয়া আর মাস্ক পরার ওপরেই বেশি জোর দেওয়া হয়েছে। কোভিড কালে যে ধরনের সতর্কতা নেওয়া হয়েছে তেমনই সতর্কতা নিয়ে পরামর্শ দিয়েছে।

অ্যান্টিবায়োটিকে নাঃ

দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে নিষেধ করেছে। তাঁদের কথায় অত্যাধিক অ্যান্টিবায়োটিক ব্যবহারে পার্শ্বক্রিয়া দেখা যেতে পারে। তবে প্রতিটি পদক্ষেপে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন তারা।

আরও পড়ুনঃ

সোনিয়া নারাং-এর মুখোমুখি অনুব্রত, জানুন এই লেডি IPS ঠিক কতটা শক্তিশালী

ইন্দোনেশিয়ার রাজধানী দ্রুত তলিয়ে যাচ্ছে সমুদ্রে, জাকার্তা থেকে রাজধানী সারানোয় ফুঁসছে পরিবেশবীদরা

Good Night: ভাল ঘুমের জন্য রাইল কয়েকটি খাবার আর পানীয়- যা এক করবে দুই চোখের পাতা