- Home
- India News
- Indo-Pakistani Wars: ১৯৪৭-র প্রথম কাশ্মীর যুদ্ধ থেকে অপারেশন সিঁদুর, রইল ভারত-পাকিস্তানর সংঘর্ষের ইতিহাস
Indo-Pakistani Wars: ১৯৪৭-র প্রথম কাশ্মীর যুদ্ধ থেকে অপারেশন সিঁদুর, রইল ভারত-পাকিস্তানর সংঘর্ষের ইতিহাস
Indo-Pakistani Wars: ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের ইতিহাস স্বাধীনতার পর থেকেই চলছে। কাশ্মীর থেকে কার্গিল, উরি থেকে পুলওয়ামা— বহু সংঘর্ষের সাক্ষী এই দুই দেশ। সাম্প্রতিক পহেলগাঁও হামলার প্রতিশোধ নেওয়া হয়েছে অপারেশন সিঁদুর ২০২৫-এর মাধ্যমে।

ভারত-পাকিস্তানর সম্পর্কের (Relationship) কথা কারও অজানা নয়। ভারত-পাকিস্তানের সংঘর্ষের ইতিহাস প্রায় সকলেরই জানা।
মঙ্গলবার মধ্যরাতে পহেলগাঁও (Pahalgam) ঘন্টার প্রতিশোধ নিল ভারত। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত।
সূত্রের খবর, এই অভিযানে নিহত ৮০-র বেশি জঙ্গি (Terrorist)। যাদের মধ্যে বেশ কয়েকজন ২৬/১১ মুম্বই হামলার সংগঠকদের ঘনিষ্ঠ বলে খবর।
তবে, ভারত পকিস্তান সম্পর্কের কেন্দ্রে যে সংঘাতের আগুন জ্বলছে, তা শুরু স্বাধীনতার সূচনালগ্নেই তৈরি। রইল ভারত-পাকিস্তানর সংঘর্ষের ইতিহাস।
১৯৪৭- প্রথম কাশ্মীর যুদ্ধ
ব্রিটিশ ভারতের বিভাজনের ঠিক পরই কাশ্মীর হয়ে ওঠে সংঘর্ষের কেন্দ্র। পাকিস্তান (Pakistan) সমর্থিত উপজাতীয় আক্রমণের মুখে ভারত সেনা পাঠায়। যুদ্ধ শেষে কাশ্মীর ভাগ হয়ে যায়।
১৯৬৫- দ্বিতীয় ভারত পাক যুদ্ধ
পাকিস্তানের অপারেশন গিব্রাল্টার-র মাধ্যমে কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করে। ভারতের সামরিক প্রতিক্রিয়ায় পুরো পশ্চিম সীমান্ত জুড়ে যুদ্ধ হয়েছিল।
১৯৭১- বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তৃতীয় ভারত পাক যুদ্ধ
পূর্ব পাকিস্তানে গণহত্যা ও শরণার্থীদের ঢল ঠেকাতে ভারত হস্তক্ষেপ করেছিল। ভারতীয় সেনাবাহিনীর বিজয় ও পাকিস্তানের আত্মসমর্পনের পর স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
১৯৯৯ কার্গিল যুদ্ধ
উপত্যকায় পাকিস্তানি অনুপ্রবেশ বাড়তে থাকে। সে সময় লেগেছিল কার্গিল যুদ্ধ। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগ ছড়িয়েছিল বিশ্বজুড়ে।
উরি হামলা ও সার্জিকাল স্ট্রাইক
২০১৬ সালে হয় উরি হামলা ও সার্জিকাল স্ট্রাইক। উরিতে ভারতীয় সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা হয়। তারপর ভারত প্রথমবারের মতো সীমান্ত পেরিয়া সার্জিকাল স্ট্রাইক করে।
পুলওয়ামা ও বালাকট বিমান হামলা
২০১৯ সালে হয় পুলওয়ামা ও বালাকট বিমান হামলা। ৪০ জন জওয়ানের প্রাণ নেওয়া পুলওয়ামা হামলার জবাব দিয়েছিল ভারত। সেই জবাবে ভারত পাকিস্তানের অভ্যন্তরে বালাকোটে বোমা বর্ষণ করে।
অপারেশন সিঁদুর ২০২৫
৭ মে মধ্যরাতে হয় অপারেশন সিঁদুর। ২২ এপ্রিল পেহলগাঁও-তে ২৬ জন পর্যটককে হত্যা করে জঙ্গিরা। ধর্ম জেনে বেছে বেছে হিন্দুদের হত্যা করেছিল। এর প্রতিশোধ নিতেই হয় অপারেশন সিঁদুর ২০২৫।

