
Indore Missing Couple Case : হঠাৎ ধাবায় সোনম! এত বড় কাণ্ডের পর কোথায় ছিল সে? উত্তর খুঁজছে পুলিশ
Indore Missing Couple Case : মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ হয়েছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের দম্পতি রাজা ও সোনম রঘুবংশী। দিন কয়েক পর খাদ থেকে উদ্ধার হয় রাজার পচাগলা দেহ, আর সেই থেকেই রহস্য ঘনীভূত হয়।
Indore Missing Couple Case : অবশেষে চাঞ্চল্যকর মোড় নেয় ঘটনাটি—পুলিশ জানায়, রাজাকে খুনের ছক কষেছিলেন তাঁর স্ত্রী সোনম নিজেই। সুপারি দিয়ে ভাড়াটে খুনিদের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটান তিনি। গাজিপুর থেকে সোনমকে গ্রেফতার করা হয়, পাশাপাশি মধ্যপ্রদেশ থেকে আরও তিন অভিযুক্তকেও ধরা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, সোনমের অন্য একটি সম্পর্ক ছিল, যা এই হত্যার পেছনে মূল কারণ হতে পারে।
ঘটনায় হতবাক সোনমের পরিবার। তাঁর বাবা সংবাদমাধ্যমে মেয়ের পক্ষে সাফাই দিয়ে বড় দাবি করেছেন। গোটা দেশজুড়ে এই ‘হানিমুন হত্যা’ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত চলছে।