Ministry of External Affairs: পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ-বিরতির (India-Pakistan Military Understanding) কথা ঘোষণা করা হলেও, এখনই সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে অবস্থান বদলাচ্ছে না ভারত। মঙ্গলবার কড়া বার্তা দিল বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)।
Ministry of External Affairs on Indus Waters Treaty: সন্ত্রাসবাদ (Terrorism) নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিল বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল (Randhir Jaiswal)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তান যতদিন না সন্ত্রাসবাদে মদত বন্ধ করার বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারবে, ততদিন সিন্ধু জলবণ্টন চুক্তি (Indus Waters Treaty) স্থগিতই থাকছে। শনিবার বিকেলে ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতি (India-Pakistan Military Understanding) ঘোষণার পর সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে মঙ্গলবার বিদেশমন্ত্রকের মুখপাত্র বললেন, ‘সিন্ধু জলবণ্টন চুক্তির প্রস্তাবনায় শুভেচ্ছা ও বন্ধুত্বের কথা বলা হয়েছে। সেই অনুযায়ী এই চুক্তি করা হয়। কিন্তু পাকিস্তান এই নীতি মেনে চলেনি। ওরা দশকের পর দশক ধরে সীমান্ত-সন্ত্রাসে মদত দিয়ে এসেছে।’ এই কারণেই সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত থাকছে।
পাকিস্তানের বিষয়ে কড়া সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের
বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও জানিয়েছেন, ‘২৩ এপ্রিল নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তান যতদিন না বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে সীমান্ত-সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করবে, ততদিন সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত থাকছে। দয়া করে মাথায় রাখুন, জলবায়ু পরিবর্তন, জনবিন্যাসে বদল, প্রযুক্তিগত বদল নতুন পরিস্থিতি তৈরি করেছে।’
৬ দশক পর প্রথমবার স্থগিত সিন্ধু জলবণ্টন চুক্তি
১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবণ্টন চুক্তি হয়। তারপর থেকে গত ৬ দশকে টানা সন্ত্রাসবাদে মদত দিয়ে আসছে পাকিস্তান। বারবার ভারতের বিভিন্ন রাজ্যে হামলা চালিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। কিন্তু তা সত্ত্বেও এতদিন সিন্ধু জলবণ্টন চুক্তি স্ঘতি করেনি ভারত। তবে পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ভারত। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এখনই স্বাভাবিক করার কোনও ইচ্ছা নেই বলে জানিয়ে দিল বিদেশমন্ত্রক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


