মাইসোরে যোগ দিবসে অংশ নিলাম, কিছু ছবি, টুইটারে পোস্ট করে লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
২১ জুন পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দিনটিতে ভারতবর্ষ জুড়ে যোগ দিবস পালন করা হয়। বিশ্বজুড়েও বিভিন্ন দেশ পালন করে এই দিনটি। শারীরিক এবং মানসিক সুস্থতায় ভারতীয় যোগাচারের যে অসামান্য কুশলতা রয়েছে তা মেনে নিয়েছে বিশ্ব। যার জেরে আজ ভারতের সীমা ছাড়িয়ে বিশ্বের অসংখ্য দেশে যোগাচার বডি ফিটনেসের এক অন্যতম উপাদান। যোগের মাধ্যমে অসংখ্য রোগকে নিয়ন্ত্রণে রাখা যায় বলেও মেনে নিয়েছেন চিকিৎসকরা। যোগদিবসে এই মুহূর্তে কর্ণাটকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মাইসোরে তিনি অসংখ্য মানুষকে নিয়ে সকালবেলাতেই নেমে পড়েন যোগাভ্যাসে।
মাইসোরে যোগ দিবসে অংশ নিলাম, কিছু ছবি, টুইটারে পোস্ট করে লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
লখনউ-এ যোগ দিবস পালন করলেন যোগী আদিত্যনাথ
দিল্লির পুরানো কেল্লায় আন্তর্জাতিক দিবসে যোগাভ্যাসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এই অনুষ্ঠানে ভারতে অবস্থিত অধিকাংশ বিদেশি রাষ্ট্রের দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও অংশ নেন
সংসদ ভবন চত্বরে সাংসদদের সঙ্গে নিয়ে যোগ দিবস পালন করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, যেখানে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ থেকে শুরু করে আরও অনেকে,
মাইসোরে গার্ডিয়ান রিঙ অফ যোগা আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এবং এই দর্শনকে সামনে রেখেই এবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস, মাইসোরে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সঙ্গে তিনি বলেন, যোগ আজ আর জীবনের অঙ্গ নয়, এটা জীবনের পথ হিসাবে রূপান্তরিত হয়েছে।
https://twitter.com/ANI/status/1539059434843824128
যোগ দিবস পালেন মাতলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী এম এল খট্টরও, ভিওয়ানিতে তাঁকেও দেখা গেল অসংখ্য মানুষের সঙ্গে যোগ দিবস পালনে
১৪ হাজার ফিট উঁচুতে বরফের মধ্যে যোগাভ্যাস করলেন ইন্দো-টিবেটিয়ান পুলিশ ব্যাটেলিয়ানের জওয়ানরা, তারই এক ঝলক আপনাদের জন্য
এই মুহূর্তে কর্ণাটকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি মাইসোরে আজ সকালে অসংখ্য মানুষকে নিয়ে যোগাভ্যাস করেন, তারই এক ঝলক আপনাদের জন্য