- Home
- India News
- DA Hike: অবসরের পর আর বাড়বে না DA? মিলবে না বেতন কমিশনের সুবিধা? বিরাট ঘোষণা কেন্দ্রের
DA Hike: অবসরের পর আর বাড়বে না DA? মিলবে না বেতন কমিশনের সুবিধা? বিরাট ঘোষণা কেন্দ্রের
কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসরের পর ডিএ বৃদ্ধি এবং বেতন কমিশনের সুবিধা বন্ধ হওয়ার গুজব ছড়িয়ে পড়েছিল। কেন্দ্র সরকার এই গুজব উড়িয়ে দিয়েছে এবং জানিয়েছে যে অবসরপ্রাপ্ত কর্মীরা এই সুবিধা পাবেন। জেনে নিন বিস্তারিত।

বকেয়া ডিএ-র মামলা নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য। এরই মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে দেখা দিল নয়া আশঙ্কা।
কদিন ধরেই একটি খবর ঘোরা ফেরা করছে, তা হল অবসরের পর আর বাড়বে না DA। মিলবে না বেতন কমিশনের সুবিধা। সত্যিই কি তাই?
এই খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় কর্মীদের মধ্যে তৈরি হয়েছে আশঙ্কা। দেখা দিচ্ছ অসন্তোষ।
প্রসঙ্গত, বছরে ২ বার করে ডিএ বৃদ্ধি হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এই সুবিধা সমান ভাবে পান অবসরপ্রাপ্ত কর্মীরা।
তেমনই প্রতি দশ বছর অন্তর গঠিত হয় পে কমিশন। তাতে যেমন বেতন বাড়ে কর্মীদের তেমনই অবসরপ্রাপ্তদের বাড়ে পেনশন।
সদ্য এই ডিএ বৃদ্ধি ও পে কমিশন গঠন নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য। অনেকেই দাবি করেছেন, অবসরের পর আর বাড়বে না DA। মিলবে না বেতন কমিশনের সুবিধা।
সদ্য এই নিয়ে মুখ খুলল কেন্দ্র। কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ‘হোয়াটসঅ্যাপে একটি মেজেস ভাইরাল হয়েছে। তাতে দাবি করা হয়েছে যে ২০২৫ সালের অর্থ আইনের অংশ হিসেবে মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং বেতন কমিশন সংশোধনের মতো সুবিধা পাবেন না অবসরপ্রাপ্ত কর্মীরা। কিন্তু এই তথ্য পুরোপুরি ভুয়ো’।
অর্থাৎ এই ডিএ এবং পে কমিশনের সুবিধা না পাওয়ার বিষয়টি ভুল বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার।
তেমনই জানান হয়েছে, ২০২১ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিসেস নিয়মের ৩৭ নম্বর ধারাতে সংশোধন আনা হয়েছে।
সেই ধারা অনুসারে, অসদাচরণের জন্য কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারী বরখাস্ত হলে অবসর পরবর্তী সুবিধা প্রদান করা হবে না। এটা কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে।

