সংক্ষিপ্ত

কংগ্রেসকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দলীয় কর্মীদের প্রচেষ্টার প্রসংশাও করলেন তিনি।

 

দফায় দফায় জনসভা, ব্যপক প্রচার সত্ত্ব বিজেপির হাতছাড়া কর্ণাটক। মোদী ম্যাজিককে ফেল করে ম্যাজিক সংখ্যা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। কর্ণাটকের ফলাফলে উচ্ছ্বসিত বিরোধীরাও। এই পরিস্থিতিতে কংগ্রেসকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দলীয় কর্মীদের প্রচেষ্টার প্রসংশাও করলেন তিনি।

শনিবার টুইটারে কংগ্রেসকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটবার্তায় তিনি লিখলেন, 'কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন। জনগণের আশা-আকাঙ্খা যাতে তারা পূরণ করতে পারে তার জন্য আমার শুভকামন রইল।' দলের উদ্দেশ্যে মোদী বলেন,‘কর্ণাটক নির্বাচনে যাঁরা আমাদের সমর্থন করেছেন আমি তাদের ধন্যবাদ জানাই। আমি বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করি। আমরা সামনের সময়ে আরও জোরালোভাবে কর্ণাটকের সেবা করব।'

 

 

অন্যদিকে এদিন বিজেপিকে সরাসরি একহাত নিলেন রাহুল গান্ধী। দলের এই বিপুল জয় পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবার কর্ণাটকে ভালোবাসার বিপণি খোলার বার্তা দেন। পাশাপাশি এই জয়কে পেশির আস্ফালনের সামনে মানুষের রায়ের জয় বলেও উল্লেখ করেন তিনি। সাংবাদিক বৈঠকের মাধ্যমে দলের কর্মীদের শুভেচ্ছাও জানালেন রাহুল। কর্ণাটকে বিপুল ভোটে জয়ের পর সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন,'সমস্ত কর্ণাটকবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। কংগ্রেস কর্ণাটকের গরীব মানুষের পাশে ছিল।' তিনি আরও বলেন,'পেশির আস্ফালনের সামনে জনশক্তির জয় হল। কর্ণাটক যা করে দেখাল, এরপর প্রতিটি রাজ্য এই মডেল তৈরি করবে।' রাহুলের সংযোজন,'কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে, এবার ভালোবাসার বিপণি খুলবে। মানুষ দেখিয়ে দিল ভালোবাসার জয় অবসম্ভাবি।'

প্রসঙ্গত, শনিবার কর্ণাটকের ফলাফল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখলেন,'পরিবর্তনের লক্ষ্যে জনতার এই রায়কে কুর্নিশ জানাই। রুঢ়, স্বৈরাচারী রাজনীতি ধ্বংস হয়ে গিয়েছে। কোনও কেন্দ্রীয় নকশা মানুষের স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক শক্তির পক্ষে রায়কে দমন করতে পারবে না। এটাই মূল গল্পের সারাংশ, এটাই ভবিষ্যতের শিক্ষা।'