সংক্ষিপ্ত

কর্নাটকের পরিকাঠামো উন্নয়ন মন্ত্রী ভি সোমান্না হাঙ্গালা গ্রামে জমির পাট্টাবিলি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কিন্ত আক্রান্ত মহিলা জমির পাট্টা পাননি। তাতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। মন্ত্রীর সামনেই নিজের ক্ষোভ জাহির করে রাজ্যের মন্ত্রীর কোপে পড়ে যান।
 

কর্নাটকের মন্ত্রী একটি অনুষ্ঠানে গিয়ে প্রকাশ্যেই এক মহিলা সজোরে থাপ্পড় মারে। কিন্তু এখানেই শেষ নয়। মন্ত্রীর থাপ্পড় খাওয়ার পরই মহিলা তাঁর পা ধরে বসে পড়েন। কিন্তু কেন এমন ঘটনা? তা নিয়ে রীতিমত উত্তাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে চামরাজানগর জেলার হাঙ্গালা গ্রামে। 

কর্নাটকের পরিকাঠামো উন্নয়ন মন্ত্রী ভি সোমান্না হাঙ্গালা গ্রামে জমির পাট্টাবিলি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কিন্ত আক্রান্ত মহিলা জমির পাট্টা পাননি। তাতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। মন্ত্রীর সামনেই নিজের ক্ষোভ জাহির করে রাজ্যের মন্ত্রীর কোপে পড়ে যান।  সেই সময়ই মন্ত্রীমশাই মেজাজ হারিয়ে তাঁকে সজোরে থাপ্পড় মারেন। দৃশ্যত মন্ত্রীকে রীতিমত ক্ষুব্ধ দেখায়। কিন্তু প্রকাশ্যে সকলের সামনে লাঞ্ছিচ হওয়া সত্ত্বেও মহিলা মন্ত্রীর পা ধরে বসে পড়েন। আপনিও দেখুন সেই ছবি-


এই ঘটনার পর দ্রুত  ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রাজ্যের একাংশ মন্ত্রী সোমান্নার তীব্র নিন্দা করেন। পরিস্থিতির চাপে পড়ে মন্ত্রী ক্ষমা চেয়েছেন। কিন্তু এই ঘটনা নিয়েই আসরে নেমেছে রাজ্যের বিরোধী দল কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।। 

কংগ্রেস নেতা তথা মুখপাত্র রণবীর সিং সুরজেওয়ালা এই ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি প্রধানমন্ত্রী ও বিজেপিকে কটাক্ষ করেন। একটি ভিডিও বিবৃতি জারি করে জানিয়েছেন, 'বিজেপির মন্ত্রীদের মাথায় অহংকার চেপে বসেছে।' তিনি বলেছেন এই ঘটনা রীতিমত নিন্দনীয় যে মন্ত্রিসভার প্রবীণ সদস্য ও বিজেপি নেতা একজন অসহায় মহিলাকে চড়ে মেরে মাটিতে ফেলে দিয়েছেন। তাঁর কথায় প্রধানমন্ত্রী লালকেল্লার আশেপাশে থাকা মহিলাদের সম্মানের কথা বলেছেন। এইভাবে আপনি ভারতের মহিলাদের সম্মান আর সুরক্ষা দিতে পারবেন? তারপরই প্রধানমন্ত্রী মোদীর কাছে কর্নাটকের মন্ত্রীকে বরখাস্ত করার দাবি নিয়ে সরব হন। 

কংগ্রেস রাজ্যর মুখ্য়মন্ত্রী বাসবরাজ বোমাইকেও কটাক্ষ করেছিলেন। তিনি জানতে চান, রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রীর অন্যয়ের দায় নেবেন কিনা। 

কর্ণাটক ভূমি রাজস্ব আইনের ধারা ৯৪সি -এর অধীনে গ্রামীণ এলাকায় জমি নিয়মিতকরণের জন্য প্রায় ১৭৫ জনের নাম নথিভুক্ত করা হয়।  মহিলার মতে, তিনি রাজস্ব বিভাগের অধীনে একটি প্লট পাওয়ার জন্য তাঁকে কী পরিমান ছোটাছুটি করতে হবে তারই বিস্তারিত বিবরণ তুলে ধরছিতে মন্ত্রীর কাছে গিয়েছিলেন এবং তখনই মিঃ সোমান্না তাকে চড় মেরেছিলেন। তবে বলা যেতে পারে দিনটি তেমন ফলুপ্রসূ ছিল না কারণ তিনি অনুষ্ঠানেই প্রায় ২ ঘণ্টা দেরি করে সাড়ে ৩টো নাগাদ পৌছেঁ ছিলেন। 

বিজেপির কোনো মন্ত্রীকে জনসমক্ষে গালিগালাজ করতে দেখা এই প্রথম নয়। গত বছর ডিসেম্বরে আইনমন্ত্রী জেসি মধুস্বামীকে প্রকাশ্যে এক মহিলা কৃষককে গালিগালাজ করতে দেখা যায়।

অতি সম্প্রতি, ৩ সেপ্টেম্বর, বিজেপি কর্ণাটকের বিধায়ক অরবিন্দ লিম্বাভালি তার সম্পত্তি ধ্বংসের প্রতিবাদকারী একজন মহিলাকে হুমকি দেওয়ার এবং মৌখিকভাবে গালি দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে বিতর্কের মুখে পড়েন।

মুম্বই লোকাল ট্রেনে মহিলাদের চুলোচুলি, ভাইরাল ভিডিওটি দেখলে বনগাঁ বা ক্যানিং লোকালের কথা মনে পড়বেই

শার্টের বোতাম খুলে এ কী করছেন আমিশা, বক্ষ-বিভাজিকার নেশায় পাগল হলেন অনুরাগীরা

সাপের কপালে চুমু! কিং কোবরাকে আদরের রুদ্ধশ্বাস ভিডিওটি দেখুন