- Home
- India News
- বছর শেষে দারুণ খবর! মিলবে ২৪ হাজার টাকা, রাজ্যের মহিলাদের জন্য নয়া স্কিমের ঘোষণা সরকারের
বছর শেষে দারুণ খবর! মিলবে ২৪ হাজার টাকা, রাজ্যের মহিলাদের জন্য নয়া স্কিমের ঘোষণা সরকারের
- FB
- TW
- Linkdin
মমতা সরকার ভাতার বিষয় সারা দেশ জুড়ে খ্যাতি পেয়েছে। বিভিন্ন প্রকল্পের কারণে প্রশংসিত হয়েছেন সর্বত্র।
মমতা সরকারের আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে তরুণের প্রকল্প। এই সকল প্রকল্পের মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার।
এবার লক্ষ্মীর ভাণ্ডারকে অনুসরণ করে গৃহলক্ষ্মী যোজনা নিয়ে এল সরকার। প্রতি মাসে মিলবে ২ হাজার টাকা করে। মহিলারা পাবেন এই সুবিধা।
গৃহলক্ষ্মী যোজনা হল কর্নাটক সরকারের এক বিশেষ প্রকল্প। মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী ও সচ্ছল করে তুলতে এল গৃহলক্ষ্মী যোজনা।
গৃহলক্ষ্মী যোজনায় বছরে ২৪ হাজার টাকা পাবেন কর্ণাটক রাজ্যের মহিলারা। কর্ণাটকের বাসীন্দা হলেই মিলবে এই ভাতার টাকা।
গৃহলক্ষ্মী যোজনা পেতে আবেদনকারীকে APL (Above Poverty Line) বা BPL (Below Poverty Line) পরিবারের সদস্য হতে হবে। শুধুমাত্র পরিবারের গৃহিণী বা মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
https://sevasindhugs1.karnataka.gov.in/gl-sp/ ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট আবেদন ফর্মটি ফিলাআপ করুন। সেখানে প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে মিলবে ভাতা।
গৃহলক্ষ্মী যোজনা কর্ণাটকের মহিলাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি মহিলাদের আর্থিক সাহায্য দেবে।
গৃহলক্ষ্মী যোজনা প্রকল্পে প্রতি মাসে ২০০০ টাকা আর্থিক সহায়তা পান। এই অর্থ মহিলাদের স্বাবলম্বী করবে।
এবার কর্ণাটকের মহিলারা বছরে পাবেন ২৪ হাজার টাকা। প্রতি মাসে পাবেন ২ হাজার টাকা।