- Home
- India News
- Salary Hike: একধাক্কায় বাড়বে প্রায় দ্বিগুণ বেতন! মূল্যবৃ্দ্ধি বিবেচনা করেই নেওয়া হবে সিদ্ধান্ত, কবে মিলবে এই টাকা?
Salary Hike: একধাক্কায় বাড়বে প্রায় দ্বিগুণ বেতন! মূল্যবৃ্দ্ধি বিবেচনা করেই নেওয়া হবে সিদ্ধান্ত, কবে মিলবে এই টাকা?
Salary Hike: চড়া বাজারের দাম! মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে এবার প্রায় দ্বিগুণ টাকা বাড়তে পারে বেতন, কবে থেকে ঢুকবে বাড়তি টাকা?

অষ্টম পে কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্র সরকার ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করেছে। কমিশনের Terms of Reference (ToR) ২০২৫ সালের শেষ দিকে নোটিফাই হয়েছে। এর অর্থ, কমিশনের কাজ বাস্তবে শুরু হয়ে গেছে।
কমিশন গঠন ও কাজ শুরু হয়েছে ২০২৫ সালের শেষ দিক থেকে রিপোর্ট জমা দেওয়ার সময় থাকে সাধারণত ১২ থেকে ১৮ মাস ।
সম্ভাব্য রিপোর্ট জমা পড়ার কথা২০২৭ সালের মাঝামাঝি।
তাহলে কবে থেকে বেতন বাড়তে পারে?
অনেক ক্ষেত্রেই পে কমিশনের effective date হিসেবে ১ জানুয়ারি ধরা হয়।
তাই ধারণা করা হচ্ছে, অষ্টম পে কমিশনের হিসাব ১ জানুয়ারি ২০২৬ থেকে ধরা হতে পারে।
তবে বাস্তবে কর্মচারীরা বাড়তি বেতন ও অ্যারিয়ার পাবেন কমিশনের রিপোর্ট জমা ও সরকার অনুমোদনের পরে, যা সম্ভবত ২০২৭ বা ২০২৮ সালে কার্যকর হতে পারে।
কমিশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। রিপোর্ট আসতে পারে ২০২৭ সালে।
বেতন কার্যকর তারিখ হিসেবে ২০২৬ ধরা হতে পারে। বাস্তবে টাকা হাতে পেতে আরও সময় লাগবে।
অর্থাৎ, অষ্টম পে কমিশন বসে গেছে বলা যায়, কিন্তু নতুন বেতন কাঠামো পুরোপুরি চালু হতে এখনও কিছুটা সময় লাগবে।

