Human Bomb Threat Message: বিমানে বোমা রাখা বা হামলার হুমকি বার্তা দেওয়া নতুন কোনও ঘটনা নয়। এবার কুয়েত থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো উড়ানে (Kuwait To Hyderabad IndiGo Flight) মানব বোমা হামলার হুমকি দেওয়া হল।
KNOW
IndiGo Flight Diverted: 'বিমানে যাত্রীদের মধ্যেই এমন একজন আছে, যার কাছে বোমা আছে। সে হামলা চালাবে।' কুয়েত (Kuwait) থেকে হায়দরাবাদগামী (Hyderabad) ইন্ডিগো উড়ানে হামলার এই হুমকি-বার্তা পাওয়ার পরেই নড়েচড়ে বসল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Rajiv Gandhi International Airport) কর্তৃপক্ষ। ই-মেলের মাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষকে এই হুমকি দেওয়া হয়। এই হুমকির জেরে হায়দরাবাদে অবতরণের বদলে মুম্বইয়ে (Mumbai) ঘুরিয়ে দেওয়া হল উড়ান। মুম্বই বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে এই বিমান। সব যাত্রীকে নামিয়ে দেওয়ার পর আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয় এই বিমান। তারপর শুরু হয় পরীক্ষা-নিরীক্ষা। সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। আপৎকালীন ব্যবস্থার জন্য নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হয়। বিমানবন্দরের আধিকারিকরা পরিস্থিতির উপর নজর রাখছেন। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিমানে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ইন্ডিগোর পক্ষ থেকে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে সব যাত্রীই নিারপদে আছেন বলে জানা গিয়েছে।
সকালে মুম্বইয়ে অবতরণ
ফ্লাইটরাডার২৪ (FlightRadar24) সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১টা বেজে ৫৬ মিনিটে কুয়েত থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা হয় এয়ারবাস এ৩২১-২৫১এনএক্স (Airbus A321-251NX)। মঙ্গলবার সকাল ৮টা বেজে ১০ মিনিটে মুম্বইয়ে অবতরণ করে এই বিমান। এখন বোমা হামলার বিষয়ে সরকারি বিবৃতির অপেক্ষা।
হায়দরাবাদ বিমানবন্দরে বারবার হামলার হুমকি
সম্প্রতি বারবার হায়দরাবাদ বিমানবন্দরে হামলার হুমকি দেওয়া হচ্ছে। ২৩ নভেম্বর বাহরিন (Bahrain) থেকে হায়দরাবাদে আসা এক উড়ানে বোমা হামলার হুমকি দেওয়া হয়।এরপর সেই বিমানকেও মুম্বইয়ে ঘুরিয়ে দেওয়া হয়। নিরাপদেই অবতরণ করে সেই বিমান। এবার কুয়েত থেকে আসা বিমানও নিরাপদে মুম্বইয়ে অবতরণ করল। বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, ২৩ নভেম্বর যেভাবে বোমা হামলার হুমকি ভুয়ো বলে প্রমাণিত হয়েছিল, মঙ্গলবারের হুমকিও একইরকম হবে। তবে সবরকম সতর্কতা বজায় রাখা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


