সংক্ষিপ্ত

ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত লতা মঙ্গেশকর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শেষ শ্রদ্ধা জানান দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন সহ অন্যান্য সেলিব্রিটিরা। 

রবিবার সকালেই সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় লতা মঙ্গেশকর (RIP lata mangeshkar)। দিনভর সকলের শোকবার্তায় ভরে উঠছে নেটদুনিয়া (Tribute to lata mangeshkar), রাষ্ট্রীয় সম্মানে হল শেষ কৃত্য(Lata Mangeshkar cremation)। মুম্বাইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরকে দাহ করা হয়

ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত লতা মঙ্গেশকর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শেষ শ্রদ্ধা জানান দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন সহ অন্যান্য সেলিব্রিটিরা। লতা মঙ্গেশকরের বাড়িতে যান অমিতাভ বচ্চন, শ্বেতা বচ্চন এবং শ্রদ্ধা কাপুর সহ অনেক সেলিব্রিটি। 

লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করলেন (Lata Mangeshkar shraddhanjali) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লতার প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পরই টুইটারে একাধিক টুইট করেন মোদী। তিনি লেখেন, "আমি অত্যন্ত মর্মাহত। এই শোক ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রিয় দয়াময়ী লতা দিদি আমাদের ছেড়ে চলে গেলেন। দেশে একটা শূণ্যতা রেখে চলে গেলেন তিনি। যা কখনও পূরণ করা সম্ভব নয়। ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির একজন অনন্য ব্যক্তিত্ব হিসেবে মনে রাখবে, সুরেলা কণ্ঠ দিয়ে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল তাঁর।"

এদিন লতা মঙ্গেশকরের প্রয়াণের পরই মহারাষ্ট্র সরকারের তরফ থেকে জানানো হয়, শেষকৃত্য সম্পন্ন হবে শিবাজি পার্কে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। এরপরই তড়িঘড়ি নিরাপত্তা বাড়ানো হয় এই স্থানে। 

ঠিক সন্ধে ৬টা নাগাদ শিবাজি পার্কে পৌঁছে যান প্রধানমন্ত্রী, সেখানেই সম্মান জানান তিনি। পাশাপাশি পরিবারের সকলে, বিভিন্ন গুণীব্যক্তিদের শ্রদ্ধাঞ্জলির পর্ব শুরু হয়। পাশাপাশি উপস্থিত পুরোহিতেরা শুরু করে দেন শেষকৃত্যের প্রস্তুতি, শুরু হয় হোম, মন্ত্রপাঠ। মুখাগ্নির প্রস্তুতিও শুরু হয়। এদিন শিবাজি পার্কে উপস্থিত ছিল সাধারণ মানুষের ঢল। 

শাহরুখ খান, জাভেদ আখতর, শ্রদ্ধা কাপুর থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, ঠাকরে পরিবার, এমনকি উপস্থিত রয়েছে লতা মঙ্গেশকরের সম্পূর্ণ পরিবার, সকলেই এদিন লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন লতা মঙ্গেশকরের প্রতি। শেষ বেলায় পৌঁছে সম্মান জানান অনুরাধা পরওয়ালও। চোখের জলে ভেসে গোটা দেশ শেষশ্রদ্ধা জানান ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে। 

করোনা আক্রান্ত (Corona Positive) হওয়ায় ১১ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। নিউমোনিয়াতে আক্রান্ত হন তিনি। তারপর থেকে ছিলেন আইসিইই-তেই। প্রায় একমাস ধরে হাসপাতালে লড়াই চালাচ্ছিলেন তিনি। কখনও তাঁর শারীরিক অবস্থা ভালো হচ্ছিল, আবার কখনও খুবই খারাপ। সেভাবেই কোনওরকমে লড়াই চালাচ্ছিলেন তিনি। কিন্তু, গতকাল শারীরিক অবস্থার খুবই অবনতি হওয়ায় তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে। তবে সেই লড়াই শেষে আর জেতা হল না তাঁর। আজ সকালেই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।