সংক্ষিপ্ত

একটি অডিও ক্লিপে শোনা গেছে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যিমন্ত্রী খুব কাশছেন  এবং  কাশতে কাশতেই  কারুর উপর খুব বিরক্ত প্রকাশ করছেন। জয়ললিতার শেষ বয়সের একটি অডিও ক্লিপ নিয়ে এখন উত্তাল নেটদুনিয়া 
 

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুরহস্য দিন দিন আরও  ঘনীভূত হচ্ছে।  সম্প্রতি  ভাইরাল হাওয়া একটি অডিও ক্লিপ তারই প্রমান।অডিও ক্লিপটি স্বয়ং জয়ললিতার।তিনি যখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেই সময় গোপনে রেকর্ড করা হয় এই অডিওটি ।  ক্লিপটিতে শোনা যাচ্ছে তিনি প্রচন্ড কাশছেন  এবং কাশতে কাশতেই বিরক্তি প্রকাশ করছেন কারুর উপর।  কিন্তু হাসপাতালের সদস্যদের তাতে কোনো ভ্রুক্ষেপই  নেই।  এমনকি  তার কাছের মানুষজনও  সবাই যে যার মতো  নিজের নিজের  কাজে ব্যস্ত , কেউ তাকে জল দিয়ে নূন্যতম  সাহায্যটুকুও করছেন না।  ট্রিটমেন্ট তো দূরের কথা। 

চলতি সপ্তাহের শুরুতেই অরুমুঘস্বামী কমিশন স্টেট এসেম্বলিতে একটি রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টের প্রমাণস্বরূপ  পেশ করা হয় এই অডিওটি। তারপর আরও ধোঁয়াশা বাসা বাধে এই মৃত্যুকে ঘিরে। অরুমুঘস্বামী কমিশন তাদের রিপোর্টে স্পষ্ট দাবী করে যে জয়ললিতাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে।  এবং যিনি এই হত্যা করেছেন তিনি আর কেউ নন,  জয়ললিতারই  গত ৩০ বছরের ছায়াসঙ্গী, শশীকলা।এই পুরো বিষয়টিতে শুধু শশীকলাই নয় তার সঙ্গে জড়িত আছে  শশীকলার আত্মীয়, ডাঃ আশিভা কুমার , প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়াভাস্কর , এবং প্রাক্তন স্বাস্থ্যসচিব রাধাকৃষ্ণণ। 

যদিও শশীকলা পুরো বিষয়টিকেই উড়িয়ে দেন সন্তর্পনে।  তার পাল্টা যুক্তি, এতদিন ধরে তাকে নিয়ে যা কিছু হচ্ছে তা পুরোটাই সন্দেহের বশে।  এখনো এই বিষয়টি প্রমাণিত নয়। দোষ  প্রমাণিত হলে তবেই  জনসাধারণের উচিত বিষয়টি নিয়ে মন্তব্য করা।তার আরও দাবি যে জয়ললিতার মৃত্যু নিয়ে এবার তামিলনাড়ুতে নোংরা-রাজনীতি হচ্ছে। 
 
জয়ললিতার চিকিৎসার জন্য বিদেশ থেকে যে ডাক্তারকে আনা  হয়েছিল  তারও একটি ভিডিও সম্প্রতি বেশ  জনপ্রিয়তা পেয়েছে নেটদুনিয়ায় ।  এই ভিডিওটিতেও দেখা যাচ্ছে যে ডাক্তার বলছেন যত তাড়াতাড়ি সম্ভব জয়ললিতাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে। তার আসে পাশের মানুষজন এতে প্রথমে আপত্তি করলেও পরে রাজি হয়।  কিন্তু পরবর্তীকালে  জয়ললিতাই আর যেতে চাননি বিদেশে। 

আরও পড়ুন শেষ হয়নি মহামারী-নতুন করে ফিরে আসতে পারে করোনা! বিবৃতি জারি করে কী জানাল WHO

আরও পড়ুন Rozgar Mela 2022-কেন্দ্রের দীপাবলি উপহার! ৭৫ হাজার যুবককে চাকরি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী