LGP গ্যাস থেকে সিগারেটের দাম- ১ ফেব্রুয়ারি থেকে বিরাট বদল আসছে এই কয়টি ক্ষেত্রে
১ ফেব্রুয়ারি বাজেট পেশের দিন থেকেই দেশে একাধিক নিয়মে বদল আসছে। গ্যাসের দাম, ফাস্ট্যাগের কেওয়াইসি থেকে শুরু করে পানমশলা ও সিগারেটের দামে পরিবর্তন আসতে চলেছে, যা সাধারণ মানুষের খরচে সরাসরি প্রভাব ফেলবে।

মাস শেষ হতে ২ দিন বাকি। তারপরই পড়বে ফেব্রুয়ারি। আর ১ ফেব্রুয়ারি দেশে বাজেট পেশ। সেই দিন থেকে বেশ কিছু নিয়মে আসছে বদল। সারা দেশে এর প্রভাব পড়বে। গ্যাসের দাম থেকে শুরু করে সিগারেটের দাম, পানমশলার দামে আসছে বড় বদল। জেনে নিন ১ ফেব্রুয়ারি থেকে কী কী ক্ষেত্রে বাড়ছে খরচ।
প্রতি মাসের ১ তারিখ তেল সংস্থাগুলো গ্যাসের দাম ঘোষণা করে। আর ঘটনাক্রমে সেই দিন কেন্দ্রীয় বাজেট আছে। যার ফলে গ্যাসের দামের দিকে আলাদা করে নজর থাকবে সকলের। আশা করা যাচ্ছে হয়তে কমতে পারে গৃহস্তের গ্যাসের দাম। পাশাপাশি বাণিজ্যিক গ্যাসে ছাড়ের আশায় রয়েছে অনেকে।
সিএনজি, পিএনজি এবং এটিএফ-র দামে আসবে বদল। ১ ফেব্রুয়ারি থেকে আসছে বদল। বিমান ভাড়ার সরাসরি যোগ আছে এর সঙ্গে। ফলে সাধারণের পকেটে পড়তে চলেছে চাপ।
এবার ফাস্ট্যাগের নিয়মে আসছে বদল। এখন থেকে গাড়ি, জিপ এবং ভ্যানের ফাস্ট্যাগের জন্য কেওয়াইসি ভ্যারিফিকেশন বন্ধ করতে চলেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া। যার ফলে সাধারণ মানুষের বড় সুবিধা হবে বলে মনে করছেন সকলে।
পানমশলা এবং সিগারেটের দামে আসছে বদল। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে সেই দিন থেকে পান মশলার ওপর বেশি ট্যাক্স নিতে চলেছে সরকরা। তামাক ও পানমশলায় জিএসটি বাড়বে। এই সব সামগ্রীর ওপর স্বাস্থ্য ও দেশের নিরাপত্তা সংক্রান্ত শুল্কও চাপানো হচ্ছে।

