সংক্ষিপ্ত

এখনও পর্যন্ত বিশ্বের ৩০টি দেশে আইনি স্বীকৃতি পেয়েছে সমপ্রেমী বিবাহ। এই তালিকায় নাম রয়েছে কোন কোন দেশের? দেখে নেওয়া যাক।

 

১৮ এপ্রিল, মঙ্গলবার সমপ্রেমী বিবাহের আইনি স্বীকৃতি মামলায় শুনানি সুপ্রিম কোর্টে। আজই জানা যাবে ঐতিহাসিক এই মামলার সিদ্ধান্ত। ইতিমধ্যেই বিশ্বের ৩০টি দেশে আইনসিদ্ধ করা হয়েছে সমপ্রেমী বিবাহকে। সেই তালিকায় কি এবার নাম জুড়বে ভারতেরও? আজই জানা যাবে সেই সিদ্ধান্ত। শীর্ষ আদালতের রায়ের দিকে তাঁকিয়ে হাজার হাজার সমপ্রেমী যুগ। দেশের হাজার হাজার সমপ্রেমী যুগল কী আইনি স্বীকৃতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে? শীর্ষ আদালতের চূড়ান্ত রায় কী হতে পারে?

এখনও পর্যন্ত বিশ্বের ৩০টি দেশে আইনি স্বীকৃতি পেয়েছে সমপ্রেমী বিবাহ। এই তালিকায় নাম রয়েছে কোন কোন দেশের? দেখে নেওয়া যাক।

বিশ্বের কোন কোন দেশে বৈধতা পেয়েছে সমপ্রেমী বিবাহ?

  • নেদারল্যান্ড
  •  বেলজিয়াম
  •  কানাডা
  •  দক্ষিন আফ্রিকা
  •  নরওয়ে
  •  সুইডেন
  •  আর্জেন্টিনা
  •  পর্তুগাল
  •  আইসল্যান্ড
  •  ডেনমার্ক
  •  উরুগুয়ে
  •  ব্রাজিল
  •  নিউজিল্যান্ড
  •  ইংল্যান্ড
  •  ওয়েলস
  • ফ্রান্স
  •  লুক্সেমবার্গ
  •  স্কটল্যান্ড
  •  যুক্তরাষ্ট্র 
  • আয়ারল্যান্ড 
  • ফিনল্যান্ড 
  • গ্রীনল্যান্ড 
  • কলম্বিয়া 
  • মাল্টা 
  • অস্ট্রেলিয়া 
  • জার্মানি 
  • অস্ট্রিয়া 
  • তাইওয়ান 
  • ইকুয়েডর 
  • উত্তর আয়ারল্যান্ড 
  • কোস্টারিকা

অন্যদিকে সমপ্রেমী বিবাহকে আইনি স্বীকৃতি দিতে নারাজ কেন্দ্র। কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যেই সমকামী বিবাহের আইনি বৈধতা চাওয়ার আবেদনগুলি সামাজিক গ্রহণযোগ্যতার উদ্দেশ্যে একটি 'শহুরে অভিজাত' দৃষ্টিভঙ্গির প্রতিফল বলে দাবি করা হয়েছে। আদালতের কাছেও এই বিবাহের আইনি বৈধতা দেওয়ার সিদ্ধান্ত থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

১৮ এপ্রিল সমপ্রেমী বিবাহের আইনি স্বীকৃতি মামলায় সুপ্রিল কোর্টের শুনানি। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে দেশের প্রধান বিচারপতি ছাড়াও থাকবেন বিচারপতি সঞ্জয় কিশান কউল, এস রবীন্দ্র ভাট, পি এস নরসীমা এবং হিমা কোহলি। নিজের পছন্দ অনুযায়ী ব্যক্তিকে বিবাহ করার স্বাধীনতা সমপ্রেমীদেরও দেওয়া উচিত বলে দাবি মামলাকারীদের। এই দাবিকে সমর্থন জানিয়েছে অনেকেই। এরমধ্যে দিল্লি কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস-এর নাম উল্লেখ্যযোগ্য। সমপ্রেমীদেরও সন্তান দত্তক নেওয়ার অধিকার দেশের আইনে থাকা বাঞ্ছনীয় বলে দাবি করছে তাঁরা। সেক্ষেত্রে যুগলকে সাহায্য করারও দাবি করেছে কমিশন।

আরও পড়ুন - 

ভালোবাসার অধিকারে কি পড়বে আইনি শিলমোহর? কী হতে চলেছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত? জানা যাবে আজ

সমপ্রেমী বিবাহে কি মিলবে আইনি স্বীকৃতি? আগামী ১৮ এপ্রিল উত্তর দেবে সুপ্রিম কোর্ট

"মুখ্যমন্ত্রী কি ট্রান্স ফোবিক?" বৈষম্যের জবাব চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্না শহরের রূপান্তরকামীদের