এবারের লোকসভা নির্বাচনে ৪০০ আসনের লক্ষ্যে লড়াই করছিল এনডিএ। কিন্তু তার চেয়ে অনেক কম আসন পেয়েই থেমে যেতে হচ্ছে বিজেপি তথা এনডিএ-কে।

'মানুষ টানা তৃতীয়বার এনডিএ-র উপর ভরসা রেখেছেন। ভারতের ইতিহাসে এটা ঐতিহাসিক সাফল্য। এই ভালোবাসার জন্য আমি জনতা জনার্দনকে কুর্ণিশ করছি। তাঁদের আশ্বাস দিচ্ছি, আমরা গত এক দশকে যে ভালো কাজ করেছি তা চালিয়ে যাব। মানুষের উচ্চাশা পূরণ করব। কঠোর পরিশ্রমের জন্য আমাদের কর্মীদের কুর্ণিশ করছি। তাঁদের অসাধারণ প্রচেষ্টা ভাষায় বর্ণনা করা যাবে না।' সোশ্যাল মিডিয়া পোস্টে এভাবেই এবারের লোকসভা নির্বাচনের ফল ব্যাখ্যা করলেন নরেন্দ্র মোদী। এবারের লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে আসন কমেছে। তা সত্ত্বেও এই ফল প্রকাশিত হওয়ার পর দেশের মানুষ ও বিজেপি নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন মোদী।

মোদীর সাফল্য দেখছেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘এনডিএ-র এই জয় নেতা নরেন্দ্র মোদী জি-র উপর মানুষের আস্থার প্রতিফলন। তিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। মোদী জি উন্নত ভারতের যে দিশা দেখিয়েছেন, তার প্রতি ভরসা রেখেছে মানুষ। জনগণের এই আশীর্বাদ গত এক দশকে গরিব কল্যাণ, ঐতিহ্য পুনরুদ্ধার, মহিলাদের আত্মসম্মান ও কৃষকদের কল্যাণের জন্য গত এক দশকে মোদী জি-র কাজের প্রতি আশীর্বাদ।’

Scroll to load tweet…

ভোটারদের অভিনন্দন নাড্ডার

বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী শক্তিশালী সরকার গঠন করেছেন। প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করার জন্য ভোটারদের ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী মোদী সবসময় সামনে থেকে দেশ, দল ও মানুষকে নেতৃত্ব দিয়েছেন। আমি এনডিএ-র শরিকদেরও ধন্যবাদ জানাচ্ছি। বিজেপি কর্মীরাও গত কয়েক মাসে কঠোর পরিশ্রম করেছেন এবং এনডিএ-কে জয় পেতে সাহায্য করেছেন।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

গান্ধীনগর থেকে রেকর্ড ভোটে জয় অমিত শাহের, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বিজেপি নেতা

Narendra Modi: সকাল থেকে টানাপোড়েনের পর চওড়া হাসি মোদীর মুখে, বারাণসী থেকে তিনবার জয়ী প্রধানমন্ত্রী

YouTube video player