সংক্ষিপ্ত

এবারের লোকসভা নির্বাচনে সারা দেশে ফল গতবারের তুলনায় খারাপ হলেও, একক বৃহত্তম দল হিসেবেই আছে বিজেপি। এই ফল নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে নরেন্দ্র মোদীকে।

এবারের লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তা সত্ত্বেও এনডিএ টানা তৃতীয়বার সরকার গঠন করবে বলে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ফল প্রকাশিত হওয়ার পর দিল্লিতে বিজেপি সদর দফতরে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে মোদী বলেছেন, ‘বিজেপি একা যত আসন পেয়েছে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে তত আসন জিততে পারেনি। এই পবিত্র দিনে এটা নিশ্চিত যে এনডিএ টানা তৃতীয়বার সরকার গঠন করছে। আমাদের নির্বাচনী ব্যবস্থা, এর বিশ্বাসযোগ্যতা নিয়ে সব ভারতীয়ই গর্বিত। আমরা মানুষের কাছে কৃতজ্ঞ। উন্নত ভারতের সঙ্কল্পের জন্য এই জয়। ভারতের সংবিধানের উপর অটুট আস্থার জয়।’

কাশ্মীর নিয়ে বিরোধীদের খোঁচা মোদীর

জম্মু ও কাশ্মীর নিয়ে বিরোধীদের আক্রমণ করে মোদী বলেছেন, ‘এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার মাধ্যমে অভূতপূর্ব উৎসাহের পরিচয় দিয়েছেন জম্মু ও কাশ্মীরের ভোটাররা। যারা সারা বিশ্বে দেশের অবমাননা করে তাদের আয়না দেখিয়ে দিয়েছেন জম্মু ও কাশ্মীরের মানুষ। এই জয়ের জন্য আমি দেশের মানুষের প্রতি মাথানত করছি।’

বিরোধীদের খোঁচা নাড্ডার

লোকসভা নির্বাচন এবং ওড়িশার বিধানসভা নির্বাচনে বিজেপি-র ফল নিয়ে বিরোধীদের খোঁচা দিয়েছেন বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, ‘প্রথমবার ওড়িশায় সরকার গঠন করবে বিজেপি। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এই সাফল্য এসেছে। তবে কিছু মানুষ ৩০-৪০টি আসন জেতার পরেই উৎসব পালন করছে। তারা ভুলে গিয়েছে, সারা দেশ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আছে। প্রধানমন্ত্রী মোদী সবসময় সামনে থেকে দেশ, দল ও মানুষকে নেতৃত্ব দিয়েছেন। আমি এনডিএ-র শরিকদেরও ধন্যবাদ জানাচ্ছি। বিজেপি কর্মীরাও গত কয়েক মাসে কঠোর পরিশ্রম করেছেন এবং এনডিএ-কে জয় পেতে সাহায্য করেছেন।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Narendra Modi: 'মানুষ টানা তৃতীয়বার এনডিএ-র উপর ভরসা রেখেছেন,' বার্তা মোদীর

গান্ধীনগর থেকে রেকর্ড ভোটে জয় অমিত শাহের, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বিজেপি নেতা

YouTube video player