সংক্ষিপ্ত
দীর্ঘ জল্পনা-কল্পনার পর শেষপর্যন্ত রায়বরেলিতে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন রাহুল গান্ধী। এর জন্য তাঁর দিকে বিভিন্ন মহল থেকে কটাক্ষ ধেয়ে আসছে।
রায়বরেলির কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন রাশিয়ার কিংবদন্তি দাবাড়ু গ্যারি কাসপরভ। তাঁর ট্যুইট, ‘প্রবাদ অনুযায়ী, শীর্ষস্থানকে চ্যালেঞ্জ জানাতে হলে আগে রায়বরেলিতে জয় পেতে হয়।’ রাহুল নিজে বলেছেন, তিনিই নিজের পছন্দের সেরা ভারতীয় দাবাড়ু। তবে তাঁর সেরা পছন্দের আন্তর্জাতিক দাবাড়ু কাসপরভ। কিন্তু এবার সেই কাসপরভই রাহুলকে কটাক্ষ করলেন। রাশিয়ার এই দাবাড়ু বরাবরই রাজনীতি-সচেতন। তিনি নিজের দেশের রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতির বিষয়েও ওয়াকিবহাল। ভারতের লোকসভা নির্বাচনের দিকেও নজর রেখেছেন কাসপরভ। এই কারণেই তিনি রায়বরেলির প্রার্থী হিসেবে রাহুলের মনোনয়ন পেশ করার কথাও জানেন।
রাহুলকে কটাক্ষ স্মৃতিরও
২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমেঠিতে স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল। এবার তিনি ওয়েনাড়ের পাশাপাশি আমেঠিতেও প্রার্থী হবেন বলে জল্পনা চলছিল। কিন্তু শুক্রবার মনোনয়ন পেশ করার শেষ দিন মা সনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া কেন্দ্র রায়বরেলিতে প্রার্থী হয়েছেন রাহুল। তাঁকে কটাক্ষ করে স্মৃতি বলেছেন, ‘এর আগেও আমেঠি থেকে পালিয়েছিলেন রাহুল গান্ধী। ২০১৯ সালেও তিনি আমেঠি ছেড়ে ওয়েনাড়ে প্রার্থী হন। আজ গান্ধী পরিবারের আমেঠি ছেড়ে হার ঘোষণা করা তাৎপর্যপূর্ণ। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ঠিক এটাই বলেছিলেন। আজ কংগ্রেসের মিথ্যাচার ফাঁস হয়ে গিয়েছে। বিশেষ করে ওয়েনাড়ের মানুষের কাছে কংগ্রেসের মিথ্যা ধরা পড়ে গিয়েছে। ওয়েনাড়ে ভোটের আগে রাহুল গান্ধীর বলা উচিত ছিল, তিনি অন্য আসনেও লড়াই করতে চান।’
পরিবারের কর্মভূমিতে রাহুল
রায়বরেলির প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করার পর রাহুল সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘রায়বরেলিতে মনোনয়ন পেশ আমার কাছে আবেগের মুহূর্ত ছিল। আমার মা পরিবারের কর্মভূমিতের দায়িত্ব দিয়েছেন। আমার উপর তাঁর ভরসা আছে। তিনি আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'বাড়ির মা বোনকে রাহুল গান্ধীর সঙ্গে শুতে পাঠান'-বিজেপির নপুংসক মন্তব্যের প্রতিবাদে কংগ্রেসের তোপ