সংক্ষিপ্ত
লোকসভা নির্বাচন ঘিরে সারা দেশেই এখন রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। এখন সোশ্যাল মিডিয়ায় যে কোনও পোস্টই অত্যন্ত সংবেদনশীল। ভুয়ো পোস্ট উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় যোগী আদিত্যনাথকে নিয়ে ভুয়ো পোস্ট করে গ্রেফতার হলেন এক যুবক। শাকিব নামে এই যুবক উত্তরপ্রদেশের বরেলির কিলা থানা এলাকার গুলাব নগরের বাসিন্দা। তিনি সোশ্যাল মিডিয়ায় যোগীর মৃত্যু সংক্রান্ত ভুয়ো পোস্ট করেন। যোগীর একটি ছবি শেয়ার করে শাকিব লেখেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় তাঁর মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই পোস্ট। এর ফলে অনেকেই যেমন দুঃখিত হন, তেমনই আবার এই খবর সত্যি কি না, সেটা নিয়েও অনেকে সন্দিহান হয়ে পড়েন। শেষপর্যন্ত জানা যায়, সম্পূর্ণ সুস্থ আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এরপর গুজব ছড়ানোর দায়ে শাকিবকে গ্রেফতার করা হয়েছে।
জনসভায় যোগ যোগীর
মৃত্যুর খবর ভুয়ো প্রমাণ করে বুধবার উত্তরপ্রদেশের মাহোবায় এক নির্বাচনী জনসভায় যোগ দেন যোগী। বিরোধী দলগুলির তীব্র সমালোচনা করেন তিনি। ২০১৭ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি উত্তরপ্রদেশকে কীভাবে বদলে দিয়েছেন, সে কথা উল্লেখ করেছেন যোগী। তাঁর দাবি, উত্তরপ্রদেশে ডাকাত ও মাফিয়াদের দমন করেছেন। বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রশংসায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
যোগী বলেছেন, দারিদ্র্য দূরীকরণের জন্য চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমার উপরে নিয়ে আসা সম্ভব হয়েছে বলেও দাবি করেছেন যোগী। তাঁর বক্তব্য অনুযায়ী, পাকিস্তানের জনসংখ্যার চেয়েও বেশি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়েছে। যাঁরা দেশের উন্নতিতে সবসময় খুঁত খুঁজে পান, পাকিস্তানের প্রশংসা করেন, তাঁদের ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাওয়া উচিত বলেও দাবি করেছেন যোগী। তাঁর নিশানায় কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। সম্প্রতি পাকিস্তানের হাতে পরমাণু বোমা থাকার কথা উল্লেখ করেছেন মণিশঙ্কর। তিনি পাকিস্তানের প্রতি শ্রদ্ধাশীল থাকতেও বলেছেন। কংগ্রেসকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'গোমাংস খাওয়া' নিয়ে কংগ্রেসকে তোপ যোগী আদিত্যনাথের, নিশানায় রাম মন্দির ইস্যুও
যোগী, অমিত শাহ বা নীতিন গড়করি-মোদীর পর দায়িত্ব নেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত কে? রইল সমীক্ষার ফল
"মোদী-যোগী যেদিন যাবে-রামমন্দির ভাঙার কাজ শুরু হবে!" মুসলিম বৃদ্ধের রাগ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়