Madhya Pradesh Murder: স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় কেউ জড়িয়ে পড়লে সমস্যা তৈরি হয়। অনেক সময় এই সমস্যা জটিল আকার ধারণ করে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বুরহানপুরে (Burhanpur District) এমনই এক মারাত্মক ঘটনা দেখা গেল। 

Madhya Pradesh Murder Case: প্রেমিকের দুই বন্ধুর সাহায্যে স্বামীকে কুপিয়ে খুন (Murder) করার পর প্রেমিককে ভিডিও কল করে রক্তাক্ত দেহ দেখাল এক কিশোরী। সে বলে, 'কাজ হয়ে গিয়েছে।' এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বুরহানপুর জেলায় (Burhanpur District)। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম রাহুল পাণ্ডে ওরফে গোল্ডেন। তাঁর বাবার নাম রামচন্দ্র পাণ্ডে এবং মায়ের নাম কুম্বি পাতিল। ১৩ এপ্রিল বুরহানপুরের আইটিআই কলেজের বিপরীতে ইন্দোর-ইচ্ছাপুর রাস্তার পাশের ঝোপ থেকে রাহুলের দেহ উদ্ধার হয়। একাধিক ছুরিকাঘাত এবং আঘাতের চিহ্ন ছিল। এরপরেই এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে হাড়হিম করা ঘটনার কথা জানা গিয়েছে। নিহত ব্যক্তির স্ত্রীর বয়স ১৭ বছর। ফলে সে নাবালিকা। এছাড়া এক নাবালকও এই ঘটনার সঙ্গে যুক্ত। কিশোর বয়সে ঠান্ডা মাথায় এবং স্নায়ুর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখে তারা কীভাবে এই হত্যাকাণ্ড ঘটাল, তা বুঝতে পারছেন না পুলিশ আধিকারিকরা।

৩৬ বার কুপিয়ে খুন!

বুরহানপুরের পুলিশ সুপার দেবেন্দ্র পতিদার জানিয়েছেন, তদন্তে জানা গিয়েছে, ১২ এপ্রিল রাতে রাহুলের স্ত্রী তাঁকে কেনাকাটা করার টোপ দিয়ে বাইরে নিয়ে যায়। এই দম্পতি রাস্তার ধারের একটি খাবারের দোকানে খাবার খায়। রাহুল জানতেই পারেননি যে তাঁর স্ত্রীর প্রেমিক যুবরাজের দুই বন্ধু ললিত (২০) এবং এক নাবালক তাঁদের পিছু নিয়েছে। পুরোটাই পরিকল্পনামাফিক হয়। আইটিআই কলেজের কাছে মেয়েটি স্পিড ব্রেকারে তার চটি পড়ে গিয়েছে বলে এবং রাহুলকে গাড়ি থামানোর অনুরোধ করে। এটি ছিল পূর্বনির্ধারিত স্থান। গাড়ি থামার পরেই ললিত ও তার সঙ্গী মোটরসাইকেলে এসে পৌঁছয়। তারা রাহুলকে ঝোপের মধ্যে টেনে নিয়ে যায় এবং তাঁর উপর হামলা চালায়। রাহুলের স্ত্রী প্রথমে বিয়ারের বোতল দিয়ে আঘাত করে অচেতন করে দেয়। এরপর ললিত ও তার সঙ্গী রাহুলকে ৩৬ বার কোপায়।

৪ অভিযুক্তই গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাহুলকে খুন করার পর তার স্ত্রী প্রেমিক যুবরাজকে ভিডিও কল করে। তারপর তারা তিনজন রাভার রেল স্টেশনে গিয়ে ইটারসির ট্রেন ধরে। তারা উজ্জয়িনীতে পৌঁছয়। ইতিমধ্যে তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়। শেষপর্যন্ত চার অভিযুক্তই ধরা পড়ে। রাহুলের স্ত্রী ও খুনে জড়িত নাবালককে হোমে পাঠানো হয়েছে। যুবরাজ ও ললিত জেল হেফাজতে আছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।