সংক্ষিপ্ত

মেঘালয় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসী শুভেচ্ছা জনিয়ে বললেন উন্নয়নই হবে তাঁর দলের প্রধান গুরুত্বপূর্ণ কাজ । Mamata Banerjee two day visit Meghalaya TMC chief extended warm greetings to the people of state

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ মেঘালায়। আগামী বছর এই পাহাড়ি রাজ্যে বিধানসভা নির্বাচন। দুই দিনের সফরে মেঘালয় গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতা কর্মীদে চাঙ্গা করাই তাঁর লক্ষ্য। পাশাপাশি দলীয় সংগঠনের ভিত যাতে আরও মজবুত হয় সেই লক্ষ্যেই তাঁর এই সফর বলে সূত্রের খবর এদিন মেঘালয় পৌঁছেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, 'মেঘালয় সুন্দর পার্বত্য রাজ্য। সৌন্দর্যের প্রতীক। আমি এই রাজ্যে পৌঁছানের সঙ্গে সঙ্গে আমাকে বিস্তৃত হাসি দিয়ে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের হাসিমুখগুলি আমার চিরকাল মনে থাকবে।'

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তৃণমূলের নেতা কর্মীদেরও শুভেচ্ছা জানান। তিনি বলেন, রাজ্যের ইনচার্জ মানস রঞ্জন ভুইয়া, রাজ্যে দলের সভারতি চার্লস পিংগ্রোপ, বিরোধীদলনেতা মুকুল সংমা ও জর্জ লিংডোহ, জেনিথ সাংমাকে কৃতজ্ঞতা জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে তাঁর সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ১২ ডিসেম্বর অর্থাৎ সোমবার মেঘালয়া পৌঁছেছেন। তিনি রাতে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করবেন। ১৩ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার বিকেলে শিলং-স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে সভা করবেন।

মেঘালয়ের জনগণ প্রত্য়াশা পুরণে তাঁর দল চেষ্টা করবে বলেও জানিয়েছেন মমতা। তিনি বলেছেন, স্থানীয় বাসিন্দাদের কথা শোনা হবে, তাদের চাহিদা অনুযায়ী কাজ করাই অগ্রাধিকার পাবে। তিনি বলেন, তৃণমূল সবে এই রাজ্যে যাত্রা শুরু করেছে। এই রাজ্যের মানুষের হাতে হাত ধরে তাঁর দল অনেক পথ অতিক্রম করতে চায় বলেও জানিয়েছেন তিনি। মেঘালয়ের মানুষের জীবন আর মানের উন্নতি করাই তাঁর একমাত্র লক্ষ্য বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

স্থানীয় তৃণমূল কর্মীদের কথায় আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপস্থিতি রাজ্যের দলীয় কর্মীদের চাঙ্গা করবে। এতে মনোবল বাড়বে। পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষও আকৃষ্ট হবে তৃণমূল কংগ্রেসের দিকে। তিনি আরও জানিয়েছেন ২০২৩ সালে মেঘালয়া বিধানসভা নির্বাচন। ৪ মার্চের আগেই বিধানসভা নির্বাচন করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

তৃণমূল সূত্রের দাবি করা হয়েছে মেঘালয়ার মানুষ রাজ্যে ন্যাশানাল পিপিলস পার্টি বা এনপিপি-র নেতৃত্বাধীন সরকারকে নিয়ে একদমই খুশি নয়। গত পাঁচ বছরে রাজ্যে কোনও রকম উন্নয়ন হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল নেতা রাজ্য পরিচালনায় এনপিপি-র যে কতটা অযোগ্য তাও বলেন। তিনি বলেন, রাজ্যের মানুষ কী চাইছে, কীভাবে আছে আর কোনও তথ্য নেই সরকারের কাছে। তৃণমূল সূত্রের খবর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যদিও এর আগে দুইবার অভিষেক মেঘালয়া সফর করেছেন।

আরও পড়ুনঃ

দেশ নিরাপদে না থাকলে উন্নয়নের মানে নেই, এই মন্তব্য করে PoK ফিরে পাওয়া সম্ভব কিনা জানালেন প্রাক্তন সেনা কর্তা

সকেত গোখলে ইস্যুতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল, কাল যাবে পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ত্রিপুরা জিততে দলবদলু পীযূষকান্তি বিশ্বাসেই ভরসা তৃণমূলের, রাজ্যসভাপতি দায়িত্বে প্রাক্তন কংগ্রেস নেতা