সংক্ষিপ্ত

  • মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করে এক ব্যক্তি
  • এমন কাণ্ড ঘটিয়ে পুলিশের জালে অভিযুক্ত
  • তাকে গ্রেফতার করে তোলা হয় আদালতে
  • তার বিরুদ্ধে একাধিক ধারায় রুজু করা হয়েছে মামলা

রাজনীতিবিদদের নিয়ে অপত্তিকর মন্তব্য করা এবং তাঁদের নামে কুৎসা বা  অপপ্রচার করা এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে । অনেকে  আবার নিতান্ত মজার ছলেই সেইসব আপত্তিকর মন্তবব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকে। তবে এই বিষয়টি নিয়ে প্রশাসনও যে কঠোর ভুমিকা পালন করছে তার প্রমাণ পাওয়া গেল আরও একবার।

সম্প্রতি উত্তরাখন্ডের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট শেয়ার করেছে সে। এদিন উত্তরাখন্ডের পুরোলা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। উত্তরাখণ্ড পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম রাজপাল সিং রাওয়াত। কৃষিকাজ করেই দিন গুজরান হয় তাঁর। 

কোথাও বন্যা, কোথাও খরা- প্রকৃতির খামখেয়ালিপনায় একই সময়ে ভিন্ন পরিস্থিতির সাক্ষী দেশের এই ৬ জায়গা

এদিন উত্তরাখণ্ডের পুলিশ তাকে গ্রেফতার করে জেলা আদালতে পেশ করে।অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি একাধিক ধারাসহ সাইবার আইনের ধারাতেও পৃথক মামলা রুজু করা হয়েছ। পুলিশ সুপার জানয়েছেন এর আগেও এমন কাজ করেছে ওই ব্যক্তি।  পুলিশ তাকে বারবার সাবধার করা সত্ত্বেও কোনও নিষেধাজ্ঞাই শোনেনি সে। আর সেই কারণেই তাকে গ্রেফতারির সিদ্ধান্ত নেওয়া হয়।