
Imphal Flood : মণিপুরের ইম্ফলে বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা, জলমগ্ন বহু এলাকা, পরিস্থিতি গুরুতর
Imphal Flood : গত কয়েকদিনের মুষলধারে বৃষ্টিপাতের ফলে মণিপুরের রাজধানী ইম্ফলে ইম্ফল নদীর বাঁধ চারটি স্থানে ভেঙে গেছে। এর জেরে পূর্ব ইম্ফলের বিস্তীর্ণ এলাকায় প্রবল বন্যা দেখা দিয়েছে।
Imphal Flood : গত কয়েকদিনের মুষলধারে বৃষ্টিপাতের ফলে মণিপুরের রাজধানী ইম্ফলে ইম্ফল নদীর বাঁধ চারটি স্থানে ভেঙে গেছে। এর জেরে পূর্ব ইম্ফলের বিস্তীর্ণ এলাকায় প্রবল বন্যা দেখা দিয়েছে। হিঙ্গাং, খুরাই, ওয়াংখেই, ইয়াইস্কুল, থংজু এবং ক্ষেত্রিগাও অঞ্চলের বহু বাড়িঘর ও রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। প্রশাসন উদ্ধার কাজ চালালেও দুর্ভোগ বাড়ছে বাসিন্দাদের।