Maoist Encounter: ঝাড়খণ্ডের পুলিশ সুপার পারস রানা জানিয়েছেন, নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত মাওবাদী নেতার নাম হল অমিত হাঁসদা ওরফে আপ্তান। তাঁর খোঁজ দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করেছিল পুলিশ।

Maoist Encounter: মাওবাদী দমনে ফের একবার বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। খতম আরেক মাওবাদী নেতা। যার মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। দুর্দান্ত সাফল্য দেশের নিরাপত্তাবাহিনীর। এনকাউন্টারে মৃত্যু হল আরও এক মাওবাদী নেতার।

প্রসঙ্গত, অনেকদিন ধরেই তাঁর খোঁজ চলছিল। শেষপর্যন্ত, ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার বুর্জুয়া হিল এলাকায় একটি এনকাউন্টার চালানো হয়। সেই বিশেষ অভিযানেই খতম করা হয় ঐ মাওবাদী নেতাকে। রবিবার সকালে, সরকারিভাবে সেই কথা জানানো হয়েছে পুলিশের তরফে।

গুলিতে নিহত মাওবাদী নেতার নাম হল অমিত হাঁসদা

ঝাড়খণ্ডের পুলিশ সুপার পারস রানা জানিয়েছেন, নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত মাওবাদী নেতার নাম হল অমিত হাঁসদা ওরফে আপ্তান। তাঁর খোঁজ দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করেছিল পুলিশ।

উল্লেখ্য, আগে থেকেই ঝাড়খণ্ডের রেলাপারাল এলাকায় মাওবাদীদের সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে যায় নিরাপত্তাবাহিনী। তারপর সেইমতো রবিবার ভোরে, পুলিশ এবং সিআরপিএফ-এর কোবরা কম্যান্ডোদের নিয়ে তৈরি হয় বিশেষ দল। তারপর ঐ এলাকায় অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। 

Scroll to load tweet…

তবে বিপদ বুঝে গিলই চালাতে শুরু করে দেশের উন্নয়ন বিরোধী মাওবাদীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী এবং শুরু হয়ে যায় গুলির লড়াই। সেই সময়েই, এনকাউন্টার ঐ মাওবাদী নেতার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। 

গুলিবিদ্ধ দেহ তারা উদ্ধার করেন

গুলির লড়াই শেষ হওয়ার পর, নিরাপত্তাবাহিনী ঐ এলাকায় যখন তল্লাশি চালাচ্ছিল, সেই সময় আপ্তানের গুলিবিদ্ধ দেহ তারা উদ্ধার করেন। তাঁর কাছ থেকে একাধিক অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

সেইসঙ্গে, বেশ কয়েকজন মাওবাদী গভীর জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে বলেও জানা গেছে। তাদের খোঁজে ইতিমধ্যেই ঝাড়খণ্ডের ঐ এলাকায় তল্লাশি অভিযান চলছে। নিঃসন্দেহে মাওবাদী দমনে ফের একবার বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। খতম করা হল আরেক মাওবাদী নেতাকে। যার মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। ফের একবারদুর্দান্ত সাফল্য দেশের নিরাপত্তাবাহিনীর। এনকাউন্টারে মৃত্যু হল আরও এক মাওবাদী নেতার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।